ভাবনগর, 9 মে : রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের মঞ্চে আবির্ভাব লগ্নেই নজর কেড়েছিলেন ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডেবিউ ম্যাচেই তুলে নিয়েছিলেন তিনটি উইকেট ৷ আইপিএল স্থগিত হওয়ার পর গুজরাতের ভাবনগরের বাড়িতে বাড়ি ফিরেছিলেন ডান হাতি পেসার চেন সাকারিয়া ৷ কিন্তু ফেরাটা সুখের হল না ৷ করোনায় মাত্র 22 বছর বয়সে পিতৃহারা হলেন চেতন ৷ করোনায় আক্রান্ত বাবা কাঞ্জিভাই সাকারিয়ার গত 11 দিন ধরে চিকিৎসা চলছিল ৷
আইপিএল চলার সময় করোনায় আক্রান্ত হন চেতনের বাবা ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর বায়ো বাবল থেকে বেরিয়ে সোজা বাবাকে দেখতে হাসপাতালে যান চেতন ৷ সম্প্রতি একটি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আইপিএলের জন্যই বাবার চিকিৎসা করাতে পারছেন ৷ কিন্তু শত চেষ্টাতেও বাবাকে ফেরাতে পারলেন না চেতন ৷ 11 দিনের লড়াই শেষ হল আজ ৷ চলতি বছরে এটি সাকারিয়া পরিবারের দ্বিতীয় মৃত্যু ৷ গত ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেন চেতনের ভাই ৷