পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: অনিশ্চয়তা কাটিয়ে বাইশ গজে মাহি, উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাটিং চেন্নাইয়ের - আইপিএল

হাঁটুর চোটে কাবু থাকায় উদ্বোধনী ম্যাচে একাদশে এমএস ধোনির থাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ৷ তবে মোতেরার অনুরাগীদের নিরাশ করলেন না মাহি ৷ খানিকটা চমকে দিয়েই প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে টস করতে নামলেন টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক ৷

Etv Bharat
উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাটিং চেন্নাইয়ের

By

Published : Mar 31, 2023, 7:21 PM IST

Updated : Mar 31, 2023, 7:59 PM IST

আমেদাবাদ, 31 মার্চ: প্রত্যাশামতোই অরিজিৎ সিংয়ের সুরের মূর্ছনায় জমাটি উদ্বোধন হয়ে গেল ষষ্ঠদশ আইপিএলের ৷ জমজমাট উদ্বোধনের পর প্রতিযোগিতার প্রথম ম্যাচে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল গুজরাত টাইটান্স ৷ হাঁটুর চোটে কাবু থাকায় উদ্বোধনী ম্যাচে একাদশে এমএস ধোনির থাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ৷ তবে মোতেরার অনুরাগীদের নিরাশ করলেন না মাহি ৷ খানিকটা চমকে দিয়েই প্রতিপক্ষ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে টস করতে নামলেন টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক ৷

তিন বছর পর চেনা মেজাজে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম চারবারের চ্যাম্পিয়নদের লড়াই ঘিরে সরগরম নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ টস হেরে ধোনি জানালেন, টস জিতলে তিনিও রান তাড়া করার পথেই হাঁটতেন ৷ পাশাপাশি সঞ্চালক রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে জানালেন প্রথম ম্যাচে একাদশে চার বিদেশীর নাম ৷ বেন স্টোকস, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার এবং মইন আলিকে নিয়ে প্রথম ম্যাচে নামল কিংসরা ৷

উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হার্দিক পান্ডিয়াও আকণ্ঠ প্রশংসায় ভরালেন এমএসডি'কে ৷ জানালেন ধোনির বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচের চেয়ে ভালো আর কী হতে পারে ৷ হার্দিকের দলের চার বিদেশি কেন উইলিয়ামসন, রশিদ খান, জোশুয়া লিটল এবং আলজারি জোসেফ ৷

আরও পড়ুন:ধোনির হাটুর চোট নিয়ে একাধিক প্রশ্ন, আইপিএল-এর প্রথম ম্যাচে তারুণ্য বনাম অভিজ্ঞতার দ্বৈরথ

উল্লেখ্য, গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয় হাঁটুর চোটে কাবু কিংস অধিনায়ক নাকি প্রথম ম্যাচে নাও খেলতে পারেন ৷ এমন রিপোর্টে অনুরাগীদের মুখ ভার হয়েছিল বৈকি ! কারণ সম্ভবত শেষ আইপিএল মরশুমে বিশ্বজয়ী অধিনায়কের ক্রিকেটের বাকি সবটুকু নির্যাস নিয়ে নিতে চান অনুরাগীরা ৷ তাই ধোনিকে টস করতে দেখতেই মোতেরা ফেটে পড়ল বাড়তি শব্দব্রহ্মে ৷ যদিও সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছিলেন, ধোনি খেলছেন ৷ তাতেই সিলমোহর পড়ল এদিন ৷

দিনের শুরুতে সূত্রধর হয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাটনটা এদিন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দনাদের হাতে তুলে দিয়েছিলেন মন্দিরা বেদী ৷ ষষ্ঠদশ সংস্করণ মন্দিরার কাছে প্রত্যাবর্তনের আইপিএলও বটে ৷ সে যাইহোক অরিজিতের গান, রশ্মিকাদের ডান্স স্টেপে উদ্বোধনেই জমজমাট আইপিএল ৷

Last Updated : Mar 31, 2023, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details