পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : হুডার দোসর অখ্যাত আয়ুষ, জোড়া অর্ধশতরানে গুজরাতকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা লখনউয়ের - Deepak Hooda scores 55 runs

উত্তরাখণ্ডের আয়ুষকে নিয়ে পঞ্চম উইকেটে 87 রান যোগ করেন হুডা ৷ 36 বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ 6টি চার 2টি ছয়ে হুডা 55 করে আউট হলেও আত্মবিশ্বায় জুগিয়ে যান আয়ুষকে (Deepak Hooda scores 55 runs) ৷

LSG vs GT
হুডার দোসর অখ্যাত আয়ুষ, জোড়া অর্ধশতরানে গুজরাতকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা লখনউয়ের

By

Published : Mar 28, 2022, 9:37 PM IST

Updated : Mar 28, 2022, 10:07 PM IST

মুম্বই, 28 মার্চ : আইপিএল আবির্ভাবে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল লখনউ সুপার জায়ান্টস ৷ তবে আরও এক অভিষেককারী গুজরাত টাইটান্সের বিরুদ্ধে 29 রানে 4 উইকেট হারিয়েও স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তুলল কেএল রাহুলের দল ৷ দীপক হুডা এবং অখ্যাত আয়ুষ বাদোনির ঝোড়ো অর্ধশতরানে হার্দিক পান্ডিয়ার দলকে 159 রানের টার্গেট দিল লখনউ (GT needs 159 runs to win against LSG) ৷ 41 বলে হুডা করলেন ঝোড়ো 55 ৷ সমসংখ্যক বল খেলে আয়ুষের সংগ্রহ 54 রান ৷

টুর্নামেন্টের নতুন দুই ফ্র্যাঞ্জাইজির লড়াইয়ে ওয়াংখেড়েতে এদিন টস জিতে লখনউকে ব্যাটিংয়ে পাঠান হার্দিক ৷ কিন্তু মহম্মদ শামির আগুনে স্পেলে 29 রানে 4 উইকেট হারায় এলএসজি ৷ অধিনায়ক রাহুল 0, ডি'কক 7, এভিন লুইস 10 এবং মনীশ পাণ্ডে ফেরেন 6 রানে ৷ এর মধ্যে রাহুল, কক এবং পাণ্ডেকে ফেরান বঙ্গ পেসার ৷ লুইসের উইকেট নেন বরুণ অ্যারন ৷ খাদের কিনারা থেকে এরপর দলকে টেনে তোলেন গতবার পঞ্জাবের হয়ে বিস্ফোরক ব্যাটিং করা দীপক হুডা ৷

উত্তরাখণ্ডের আয়ুষকে নিয়ে পঞ্চম উইকেটে 87 রান যোগ করেন হুডা ৷ 36 বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ 6টি চার 2টি ছয়ে হুডা 55 করে আউট হলেও আত্মবিশ্বায় জুগিয়ে যান আয়ুষকে (Deepak Hooda scores 55 runs) ৷ সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই 38 বলে হাফসেঞ্চুরি করেন 2021 মুস্তাক আলি ট্রফির মধ্যে দিয়ে টি-20 সার্কিটে পা-রাখা বছর বাইশের ব্যাটার ৷ 54 রান করে অন্তিম ওভারের চতুর্থ বলে আউট হন আয়ুষ (Ayush Badoni hits 54 runs from 41) ৷ শেষদিকে 13 বলে 21 রান করে অপরাজিত ক্রুনাল পান্ডিয়া দলের রান 6 উইকেটে পৌঁছে দেন 158-তে ৷

আরও পড়ুন : হার্দিকের বোলিং আইপিএলে 'সারপ্রাইজ' হতে পারে, বলছেন নেহরা

জল্পনার অবসান ঘটিয়ে গুজরাতের হয়ে এদিন 4 ওভারই হাত ঘোরালেন অধিনায়ক পান্ডিয়া ৷ দিলেন 37 রান দেন ৷ শামি 25 রানে নেন 3 উইকেট ৷ অ্যারন 2টি উইকেট নিলেও যথেচ্ছ রান (45) খরচ করেন ৷ উইকেট না-পেলেও ভাল বল করেন নাইটদের প্রাক্তনী লকি ফার্গুসন ৷ 4 ওভারে 24 রান খরচ করেছেন কিউই সিমার ৷

Last Updated : Mar 28, 2022, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details