পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SRH vs GT in IPL 2022 : শীর্ষে ওঠার লড়াইয়ে গুজরাতকে 196 রানের লক্ষ্যমাত্রা হায়দরাবাদের

অভিষেক-মার্করামের তৃতীয় উইকেটে যোগ হয় 96 রান ৷ 42 বলে 65 রান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে আউট হন অভিষেক (Abhishek Sharma scores 65 runs from 42 balls) ৷

By

Published : Apr 27, 2022, 9:44 PM IST

Updated : Apr 27, 2022, 10:08 PM IST

SRH vs GT in IPL 2022
শীর্ষে ওঠার লড়াইয়ে গুজরাতকে 196 রানের লক্ষ্যমাত্রা হায়দরাবাদের

মুম্বই, 26 এপ্রিল : দু'দলের কাছেই লিগ টেবিলে শীর্ষে ওঠার হাতছানি ৷ গুজরাতকে হারালে টানা ছ'ম্যাচ জিতে চলতি মরশুমে প্রথমবারের জন্য পয়লা নম্বরে যাবে কেন উইলিয়ানসনের হায়দরাবাদ ৷ অন্যদিকে উইলিয়ামসনদের হারালে রাজস্থানকে টপকে পুনরায় শীর্ষে উঠবে হার্দিক পান্ডিয়ার গুজরাত ৷ শীর্ষে ওঠার লড়াইয়ে প্রথমে ব্যাট করে টাইটান্সকে কঠিন টার্গেট দিল 2016 চ্যাম্পিয়নরা ৷ ওপেনার অভিষেক শর্মা এবং মিডল-অর্ডারে এইডেন মার্করামের অর্ধশতরানে হার্দিকের দলকে 196 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ (GT need 196 runs to win against SRH) ৷

কেন উইলিয়ামসন এবং রাহুল ত্রিপাঠী স্বল্প রান ফিরলেও তৃতীয় অভিষেক-মার্করামের ব্যাটে বড় রানের ভিত তৈরি হয় সানরাইজার্সের ৷ তৃতীয় উইকেটে যোগ হয় 96 রান ৷ 42 বলে 65 রান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে আউট হন অভিষেক (Abhishek Sharma scores 65 runs from 42 balls) ৷ 6টি চার, 3টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ এরপর অর্ধশতরান পূর্ণ করেন মার্করামও ৷ যদিও শেষ পর্যন্ত টিকতে পারেননি প্রোটিয়া ব্যাটারও ৷ 19তম ওভারের প্রথম বলে 56 রানে ফেরেন তিনি (Aiden Markram hits 56 runs 40 balls) ৷ তাঁর 40 বলের ইনিংসে ছিল 2টি চার, 3টি ছয় ৷ দলের রান তখন 6 উইকেটে 162 ৷

আরও পড়ুন : প্রথম আইপিএল জয়ের ভেন্যুতে শনিবার ওয়ার্নকে স্মরণ করবে রয়্যালসরা

অন্তিম ওভারে লকি ফার্গুসনের দুঃস্বপ্নের স্পেল গুজরাত ব্যাটারদের কাজ কঠিন করে তোলে ৷ প্রথম বলে মার্কো জানসেনের পর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বলে কিউয়ি পেসারকে গ্যালারিতে পাঠান শশাঙ্ক সিং ৷ তাঁর 6 বলে 25 বলের দুরন্ত ক্যামিও সানরাইজার্সকে 195 রানে পৌঁছে দেয় ৷ শেষ ওভারে 25 রান সহযোগে 4 ওভারে মোট 52 রান খরচ করেন ফার্গুসন ৷ 45 রান দিয়ে উইকেটশূন্য রশিদ খানও ৷ 39 রান দিলেও 3 উইকেট মহম্মদ শামির দখলে (Mohammed Shami takes 3 wickets) ৷ একটি উইকেট অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী তারকা যশ দয়াল এবং আলজারি জোসেফের ঝুলিতে ৷ 4 ওভারে মাত্র 24 রান দিয়ে গুজরাতের সবচেয়ে কৃপণ বোলার যশই ৷

Last Updated : Apr 27, 2022, 10:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details