আমেদাবাদ, 29 মে : ফাইনালে নিষ্প্রভই রইলেন জস বাটলার ৷ পরিবর্তে হাইভোল্টেজ ম্যাচে রয়্যালসদের হয়ে ব্যাটন ধরতে ব্যর্থ অন্য ব্যাটাররাও ৷ স্বাভাবিকভাবে মেগা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত একেবারেই সুখের হল না রাজস্থানের ৷ আত্মপ্রকাশে খেতাব ঘরে তুলতে সহজ লক্ষ্যমাত্রা পেল গুজরাত টাইটান্স ৷ পঞ্চদশ আইপিএল ফাইনালে প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 130 রান তুলতে সমর্থ হল প্রথমবারের চ্যাম্পিয়নরা (GT need 131 runs to win IPL title on first appearance) ৷
ফাইনালে বিপক্ষকে স্বল্প রানে বেঁধে রাখার কাজে দলের বোলারদের সামনে থেকে নেতৃত্ব দিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 3 উইকেট নিলেন এই ইউটিলিটি অলরাউন্ডার ৷ যোগ্য সহযোগীতা রশিদ খান, যশ দয়ালদের ৷ ফাইনালে রয়্যালস একাদশে কোনও পরিবর্তন না-হলেও আলজারি জোসেফের পরিবর্তে লকি ফার্গুসনকে নিয়ে ফাইনালে নামে টাইটান্স ৷ তবে রয়্যালসের টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরতে শুরু করে চতুর্থ ওভার থেকেই ৷