লন্ডন, 7 জুন:আর মাত্র কয়েকঘণ্টা তারপরই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় অধ্যায়ের ফাইনাল ৷ কিন্তু, ম্যাচের আগে ওভালের পিচ ঘিরে রহস্য ৷ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ভারত তার দুই সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে নির্ধিদ্বায় খেলাতে পারে ৷ কারণ, পিচের বাউন্স থেকে তাঁরা সাহায্য পেতে পারেন ৷ মঙ্গলবার পিচের যে ছবি সামনে এসেছে, তা পুরোপুরি সবুজ ঘাসে ভরা ৷ এমনকী ওভালের পিচ কিউরেটর লিজ জানিয়েছেন, তিনি বাউন্সে ভরা পিচ তৈরি করেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ৷
উল্লেখ্য, ফাইনাল ম্যাচের জন্য দু’টি পিচ তৈরি করা হয়েছে ৷ বলা হচ্ছে, জরুরি ভিত্তিতে আরও একটি পিচ তৈরি রাখা হয়েছে ৷ কিন্তু, দু’টি পিচেই ঘাসের আস্তরণ রয়েছে ৷ তবে, কোন পিচ ম্যাচের জন্য ব্যবহার করা হবে ? তা এখনও স্পষ্ট নয় ৷ দীনেশ কার্তিক সোশাল মিডিয়ায় গতকালের যে ছবি পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পিচে মোটা ঘাসের আস্তরণ ৷ অন্যদিকে, আইসিসি গতকাল বিকেলে পিচের ছবি পোস্ট করেছে ৷ সেই ছবিতে দেখা গিয়েছে পিচের ঘাস কিছুটা ছাঁটা হয়েছে ৷ তা সত্ত্বেও পিচের মাটি দেখা যাচ্ছে না ৷
আরও পড়ুন:শামিদের ওভালের বাড়তি 'বাউন্স' এড়িয়ে যাওয়ার পরামর্শ আক্রমের
তবে, সচিন তেন্ডুলকর মনে করছেন স্পিনাররা পিচ থেকে টার্ন হয়তো পাবেন না ৷ কিন্তু, হাওয়ায় বল ড্রিফ্ট করিয়ে পিচের বাউন্সকে ব্যবহার করতে পারেন ৷ সেক্ষেত্রে স্পিনাররা সফল হবেন ৷ সেই কারণে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জেদেজাকে খেলানোর কথা বলছেন তিনি ৷ এমনকী এই দুই বোলার যথেষ্ট গতিতে বল করেন ৷ সেক্ষেত্রে বাউন্সের সঙ্গে গতি থাকলে, টপ স্পিনের সাহায্যে অজি ব্যাটারদের বেকায়দায় ফেলা যাবে ৷