মুম্বই, 5 জুলাই : হাতে মাইক পেয়েছেন বলে যা খুশি তাই বলবেন ! ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের উপর বেজায় চটেছেন নেটিজেনরা ৷ বিশেষ করে কার্তিকের মহিলা অনুরাগীরা ৷ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন তাঁর একটি মন্তব্য ঘিরে তোলপাড় হয় নেটদুনিয়ায় ৷ নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে ৷ শুধু বাইরেই নয়, কার্তিকের বাড়ির মহিলারাও তাঁর উপর বেজায় রেগেছেন ৷ মা ও স্ত্রীর বকুনি খেয়েছেন বিস্তর ৷ সেই বকুনির চোটে ক্ষমাও চেয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই গুরুত্বপূর্ণ সদস্য ৷
কী বলেছিলেন কার্তিক ? ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে কার্তিক বলেন, "ব্যাটসম্যানরা নিজেদের ব্যাট পছন্দ করেন না ৷ তাদের সবসময় অন্যের ব্যাট পছন্দ ৷ ব্যাট অনেকটা প্রতিবেশীর স্ত্রী মতো ৷ সবসময় ভাল লাগে ৷" মাইক হাতে এমন রসালো মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কার্তিক ৷ এমনিতে অনুরাগীদের কাছে দীনেশ কার্তিকের একটা স্বচ্ছ ইমেজ রয়েছে ৷ আলটপকা মন্তব্য বা ফ্যানদের হতাশ করে এমন কোনও কাজ তিনি করেন না ৷ সেই কার্তিকের মুখে এই মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন অনেকে ৷