পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক

দীনেশ কার্তিকের ধারাভাষ্য ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে ৷ প্রশংসার মধ্যেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই গুরুত্বপূর্ণ সদস্য ৷

Karthik
Karthik

By

Published : Jul 5, 2021, 10:41 AM IST

মুম্বই, 5 জুলাই : হাতে মাইক পেয়েছেন বলে যা খুশি তাই বলবেন ! ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের উপর বেজায় চটেছেন নেটিজেনরা ৷ বিশেষ করে কার্তিকের মহিলা অনুরাগীরা ৷ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন তাঁর একটি মন্তব্য ঘিরে তোলপাড় হয় নেটদুনিয়ায় ৷ নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে ৷ শুধু বাইরেই নয়, কার্তিকের বাড়ির মহিলারাও তাঁর উপর বেজায় রেগেছেন ৷ মা ও স্ত্রীর বকুনি খেয়েছেন বিস্তর ৷ সেই বকুনির চোটে ক্ষমাও চেয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই গুরুত্বপূর্ণ সদস্য ৷

কী বলেছিলেন কার্তিক ? ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে কার্তিক বলেন, "ব্যাটসম্যানরা নিজেদের ব্যাট পছন্দ করেন না ৷ তাদের সবসময় অন্যের ব্যাট পছন্দ ৷ ব্যাট অনেকটা প্রতিবেশীর স্ত্রী মতো ৷ সবসময় ভাল লাগে ৷" মাইক হাতে এমন রসালো মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কার্তিক ৷ এমনিতে অনুরাগীদের কাছে দীনেশ কার্তিকের একটা স্বচ্ছ ইমেজ রয়েছে ৷ আলটপকা মন্তব্য বা ফ্যানদের হতাশ করে এমন কোনও কাজ তিনি করেন না ৷ সেই কার্তিকের মুখে এই মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন অনেকে ৷

আরও পড়ুন : Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন কার্তিক ৷ ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় ম্যাচ চলাকালীন স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, "শেষ ম্যাচে যা হয়েছিল তা নিয়ে আমি দুঃখিত ৷ আমি ওই অর্থে কথাটি বলতে চাইনি ৷ যা করেছি ভুল করেছি ৷ সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷" তিনি আরও বলেন, "এমনটা ভবিষ্যতে আর হবে না ৷ আমি সত্যিই দুঃখিত ৷ এই মন্তব্যের জন্য মা ও স্ত্রীর কাছে বকুনি খেয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details