পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ক্রিজে রান নিচ্ছে পাতিহাঁস, বিশ্বকাপের শুরুতে গুগলের স্পেশাল ডুডল - ক্রিকেট বিশ্বকাপ 2023 স্পেশাল ডুডল

দুপুর 2টোয় শুরু প্রথম বিশ্বকাপের ম্যাচ ৷ তার আগে স্পেশাল ডুডলের মাধ্যমে শুভেচ্ছা জানাল গুগল ৷ পড়ুন বিস্তারিত।

Etv Bharat
ক্রিকেট বিশ্বকাপ 2023 স্পেশাল ডুডল

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 9:33 AM IST

Updated : Oct 5, 2023, 11:49 AM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ 2023 ৷ দুপুর 2টোয় শুরু প্রথম ম্যাচ ৷ তার আগেই বিশ্বকাপের উদ্বোধনের দিনটিকে সুন্দর ডুডল দিয়ে উদযাপন করল গুগল ৷ সেখানে দেখা যাচ্ছে, সবুজ রঙের দুটি পাতিহাঁস ব্যাট হাতে ক্রিজে রান নিতে দৌড়চ্ছে ৷ এই ছবিটিতে ক্লিক করলে সার্চে নিজে থেকেই চলে আসছে বিশ্বকাপ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য ৷ সহজেই জানতে পারবেন যাবেন কবে কখন কোন ম্যাচ ৷ এর পাশাপাশি সার্চিংয়ে টাইপ সেকশনের উপরে গুগল লেখার মধ্যে এল (L) অক্ষরটি ব্যাটের সাহায্যে বোঝানো হয়েছে ৷ ডুডলে ক্লিক করার পর সার্চ বারের বাঁ পাশে থাকা গুগলের লোগোতেও রয়েছে ব্যাট বল ৷ ডুডল নোটে গুগল লিখেছে,"সমস্ত দলের জন্য শুভকামনা ৷"

স্পেশাল ডুডলের মাধ্যমে বিশ্বকাপের শুভেচ্ছা গুগলের

গুগলের এই ডুডলটি ভারতের পাশাপাশি পাকিস্তান, ত্রিনিদাদ, টোবাগো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও দেখা যাচ্ছে ৷ বিশ্বকাপ স্পেশাল এই ডুডলটির বর্ণনা দিয়ে গুগল জানিয়েছে, আজকের ডুডল আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন উদযাপন করছে ৷ এই বছর ভারতে বসছে ক্রিকেট বিশ্বকাপের পালা ৷ 1975 সালে শুরু হওয়ার পর এটি বিশ্বকাপের 13তম সংস্করণ ৷

বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে 10টি দেশ ৷ সব মিলিয়ে গ্রুপ পর্বে 45টি ম্যাচ হবে ৷ প্রতিটি দল এই পর্যায়ে একবারই অন্যদের মুখোমুখি হবে ৷ অংশগ্রহণকারী দেশগুলি হল - আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ৷

এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 4টি দল চলে যাবে নকআউট পর্বে ৷ আমেদাবাদ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৷ তার আগে 2টি সেমিফাইনাল ম্যাচের একটি হবে কলকাতায় ৷ আমেদাবাদ, মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, লখনউ, ধরমশালা ও পুনের স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে ৷ মহারাষ্ট্রই একমাত্র রাজ্য যেখানকার 2টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ৷ সূচি অনুযায়ী, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ৷ একে অপরের বিরুদ্ধে ব্যাটবলের লড়াইয়ে নামছে 2019 সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড ৷

আরও পড়ুন : মোতেরা এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম, একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই মাঠ

Last Updated : Oct 5, 2023, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details