পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ফিক্সার বলে অপমান', লেজেন্ডস লিগে গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে সরব শ্রীসন্থ

Sreesanth on Heated Argument With Gambhir: গৌতম গম্ভীরের সঙ্গে বুধবার লেজেন্ডস লিগের ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে পড়েন গুজরাত জায়ান্টস দলের পেসার শ্রীসন্থ ৷ ইন্ডিয়া ক্য়াপিটালসের অধিনায়কের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন এই পেসার ৷

Sreesanth get in heated argument during Legends League Cricket match
লেজেন্ডস লিগে গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে সরব শ্রীসন্থ

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 7:03 PM IST

সুরাত, 7 ডিসেম্বর: প্রায়শই মাঠে বিতর্কে জড়িয়ে পড়ার জন্য সুখ্যাতি রয়েছে গৌতম গম্ভীরের ৷ কখনও শাহিদ আফ্রিদি, কখনও বা বিরাট কোহলির সঙ্গে অতীতে ঝামেলায় জড়িয়েছেন তিনি ৷ বুধবার লেজেন্ডস লিগে গুজরাত জায়ান্টসের সঙ্গে ইন্ডিয়া ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন হঠাতই আবহাওয়া গরম হয়ে উঠল ফের ৷ গুজারাত পেসার শান্তাকুমারন শ্রীসন্থ ৷

বৃহস্পতিবার নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো থেকে বিষয়টি সামনে আসে ৷ ভিডিয়োতে দেখা যায় ব্যাটিং চলাকালীন শ্রীসন্থের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় গম্ভীরের ৷ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়াররা ৷ নেটপাড়ার বর্তমানে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যায় এই ঘটনা নিয়ে মুখ খুলতে গিয়ে পুরোনো বেশ কিছু ঘটনা টেনে এনেছেন শ্রীসন্থ ৷

নিজের জবাবি ভিডিয়োতে গৌতমকে 'মিস্টার ফাইটার' বলে উল্লেখ করেছেন তিনি ৷ তিনি বলেন, "আপনারা সকলে যেভাবে সমর্থন দিয়েছেন তার জন্য় ধন্য়বাদ ৷ শুধু মাঠে মিস্টার ফাইটার যা করলেন সেটুকু স্পষ্ট করতে চাই ৷ উনি তো সবসময় বিনা কারণে ঝগড়াই করে যান ৷ বীরু ভাইয়ের মতো বর্ষীয়ান ক্রিকেটারের সঙ্গেও ঝগড়ায় জড়িয়েছেন ৷ এমনকী আজও কোনওরকম প্ররোচনা ছাড়া উনি যেভাবে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন তা ওনার বলা উচিত হয়নি ৷ আমার কোনও দোষ ছিল না ৷"

তিনি এও জানান, গৌতম তাঁকে 'ফিক্সার' বলে অপমান করেছেন ৷ তিনি বলেন, "ও বারবার আমাকে ফিক্সার ফিক্সার বলে অপমান করেছে ৷" তাঁর দাবি, "ক্রিকেট মাঠে যে ধরনের কথা উনি বলেছেন তা ওনার বলা উচিত হয়নি ৷ প্লিজ আমাকে সমর্থন করুন ৷ আমার পরিবারকে ভালোবাসা দিন ৷ আমার রাজ্য এবং আমার পরিবার অনেক কঠিন পরিস্থিতির মধ্য়ে দিয়ে গিয়েছে ৷ আপনাদের সমর্থন ছাড়া আমি এই যুদ্ধটা জয় করতে পারতাম না ৷ আর আজ আবার কিছু মানুষ আমায় নীচে নামাতে চাইছে ৷ যখন আমি আমার সেরাটা দিচ্ছি ৷ ভালো করছি ৷"

প্রসঙ্গত, এর আগে আইপিএলের ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়ায় শ্রীসন্থের ৷ খেলায় অবশ্য় গুজরাত জয় তুলে নিতে পারেনি ৷ শ্রীসন্থ বল হাতে একটি উইকেট পেলেও গৌতমের হাফসেঞ্চুরির দৌলতে 223 রানের বিশাল স্কোর খাড়া করে তাঁর দল ৷ জবাবে ব্যাট করে নেমে 211 রানে থেমে যায় গুজরাতের ইনিংস (পিটিআই)৷

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  2. বছরভর ক্রিকেটে ক্ষতি হচ্ছে অল রাউন্ডারদের, দাবি প্রোটিয়া কিংবদন্তির
  3. রশিদকে টপকে 'রবি'উদয়, আইসিসি'র সেরার তালিকায় শীর্ষে বিষ্ণোই

ABOUT THE AUTHOR

...view details