কলকাতা, 22 নভেম্বর: যে ফ্র্যাঞ্চাইজির হয়ে 2টি আইপিএল ট্রফি জিতেছেন, সেই নাইট সংসারে ফিরছেন গৌতম গম্ভীর ৷ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর করা হয়েছে তাঁকে ৷ আগামী বছর আইপিএলে ডাগআউটে এবং ডিসেম্বরের অকশনে নাইটের টেবিলে দেখা যাবে তাঁকে ৷ বুধবার কেকেআর কর্তৃপক্ষের তরফে সিইও ভেঙ্কি মাইসরের নামে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানই গম্ভীরকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করার বিষয়টি ঘোষণা করা হয়েছে ৷
সেখানে বলা হয়েছে, ‘‘22 নভেম্বর, বুধবার কেকেআর সিইও ভেঙ্কি মাইসর ঘোষণা করেছেন যে, গৌতম গম্ভীর কেকেআরে ফিরছেন 'মেন্টর' হিসেবে এবং তিনি হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে একসঙ্গে কাজ করবেন ৷ 2011-17 সাল পর্যন্ত গম্ভীরের কেকেআরের সঙ্গে কাটানো সময়গুলি ঐতিহাসিক হয়েছিল ৷ এই সময়ের মধ্যে দল দু’বার খেতাব জয় করেছে ৷ প্লে-অফসে পাঁচবার কোয়ালিফাই করেছে ৷ এমনকি 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল কেকেআর ৷’’
2017 সালের পর গম্ভীরের কেকেআর ছেড়ে বেরিয়ে যাওয়াটা খুব একটা স্মৃতিমধুর ছিল না ৷ তাঁকে ছেড়ে দেওয়ার পর কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা তিক্ত সম্পর্কের কথা হাওয়ায় ভেসে বেরিয়েছে ৷ কিন্তু, বলে সময় সবকিছু ঠিক করে দেয় ৷ এক্ষেত্রেও ঠিক তাই হল ৷ পরবর্তী সময়ে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে গত দু’বছরে কেকেআর কর্তাদের সঙ্গে মাঠে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছিল গম্ভীরকে ৷ যা ফের একবার পেশাদার সম্পর্কের চেহারা নিল ৷