পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাইট সংসারে ফিরছেন গম্ভীর, এবার মেন্টরের ভূমিকায় 2 বারের ট্রফিজয়ী অধিনায়ক - কেকেআর

Gautam Gambhir Returns As KKR Mentor: কলকাতা নাইট রাইডার্সে নতুন দায়িত্ব নিয়ে ফিরছেন তাদের দু’বারের চ্যাম্পিয়ন অধিনায়ক ৷ আজ কেকেআরের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:38 AM IST

Updated : Nov 22, 2023, 12:41 PM IST

কলকাতা, 22 নভেম্বর: যে ফ্র্যাঞ্চাইজির হয়ে 2টি আইপিএল ট্রফি জিতেছেন, সেই নাইট সংসারে ফিরছেন গৌতম গম্ভীর ৷ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর করা হয়েছে তাঁকে ৷ আগামী বছর আইপিএলে ডাগআউটে এবং ডিসেম্বরের অকশনে নাইটের টেবিলে দেখা যাবে তাঁকে ৷ বুধবার কেকেআর কর্তৃপক্ষের তরফে সিইও ভেঙ্কি মাইসরের নামে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানই গম্ভীরকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করার বিষয়টি ঘোষণা করা হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, ‘‘22 নভেম্বর, বুধবার কেকেআর সিইও ভেঙ্কি মাইসর ঘোষণা করেছেন যে, গৌতম গম্ভীর কেকেআরে ফিরছেন 'মেন্টর' হিসেবে এবং তিনি হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে একসঙ্গে কাজ করবেন ৷ 2011-17 সাল পর্যন্ত গম্ভীরের কেকেআরের সঙ্গে কাটানো সময়গুলি ঐতিহাসিক হয়েছিল ৷ এই সময়ের মধ্যে দল দু’বার খেতাব জয় করেছে ৷ প্লে-অফসে পাঁচবার কোয়ালিফাই করেছে ৷ এমনকি 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল কেকেআর ৷’’

2017 সালের পর গম্ভীরের কেকেআর ছেড়ে বেরিয়ে যাওয়াটা খুব একটা স্মৃতিমধুর ছিল না ৷ তাঁকে ছেড়ে দেওয়ার পর কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা তিক্ত সম্পর্কের কথা হাওয়ায় ভেসে বেরিয়েছে ৷ কিন্তু, বলে সময় সবকিছু ঠিক করে দেয় ৷ এক্ষেত্রেও ঠিক তাই হল ৷ পরবর্তী সময়ে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে গত দু’বছরে কেকেআর কর্তাদের সঙ্গে মাঠে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছিল গম্ভীরকে ৷ যা ফের একবার পেশাদার সম্পর্কের চেহারা নিল ৷

নাইট সংসারে ফেরা নিয়ে স্বয়ং গম্ভীরের বক্তব্য, ‘‘আমি খুব একটা আবেগপ্রবণ ব্যক্তি নই এবং খুব বেশি জিনিস আমাকে আবেগতাড়িত করতে পারে না ৷ কিন্তু, এটা একটু আলাদা ৷ যেখান থেকে সব শুরু হয়েছিল, সেখানে ফিরে আসা ৷ আজকে আমার গলা বুজে আসছে এবং হৃদয়ে আগুন জ্বলছে ৷ কারণ, যখনই এটা মনে করছি আবারও পার্পেল ও গোল্ড জার্সি গায়ে চড়াব ৷ আমি শুধু কেকেআরে ফিরছি তা নয় ৷ আমি ‘সিটি অফ জয়ে’ ফিরছি ৷ আমি ফিরে এসেছি ৷ আমি ক্ষুধার্ত ৷ আম নম্বর 23 ৷ আমি কেকেআর ৷’’

গম্ভীরের মেন্ট হিসেবে ফেরা নিয়ে ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ খান বলেন, ‘‘গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিলেন এবং আমাদের অধিনায়ক একেবার নতুন অবতার, ‘মেন্টর’ হয়ে ঘরে ফিরছেন ৷ ওকে আমরা সবসময় মিস করেছি ৷ এবার আমরা চন্দু স্যর এবং গৌতমের দিকে তাকিয়ে আছি, ফের দলের মধ্যে কখনও না হারার সেই মানসিকতাটা ফিরিয়ে আনার জন্য ৷ সেই স্পোর্টসম্যানশিপ, যার সাহায্য কেকেআর দলে তাঁরা সবসময় একটা ম্যাজিক তৈরি করেন ৷’’

আরও পড়ুন:

  1. প্রথমবার আইপিএলের নিলাম বসবে বিদেশে, কবে জানেন ?
  2. লারাকে সরিয়ে হেড কোচ হিসেবে ভেত্তোরিকে বেছে নিল সানরাইজার্স
  3. বিনোদনমূলক ম্যাচে স্টেপ-আউট করে শট, ঋষভের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা
Last Updated : Nov 22, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details