ক্যান্ডি, 4 সেপ্টেম্বর:ফের 'গম্ভীর' বিতর্ক বাইশ গজে ৷ চলতি এশিয়া কাপে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ সোমবার এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচের কমেন্ট্রি বক্সেও ছিলেন তিনি ৷ এদিন স্টেডিয়াম ছেড়ে তাঁকে উদ্দেশ্য করে কোহলি...কোহলি ধ্বনি ওঠে গ্যালারিতে ৷ যা শুনে আশ্চর্যজনকভাবে অনুরাগীদের অশালীন ইঙ্গিত করেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় গম্ভীরের সেই অশালীন ইঙ্গিতে অবাক নেটপাড়া ৷ তা ঘিরেই বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার ৷ যদিও, এনিয়ে জবাবও দিয়েছেন তিনি ৷
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে বৃষ্টির চলাকালীন গম্ভীর এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে মাঠের বাইরে যাচ্ছেন ৷ সেই সময় গ্যালারি থেকে 'কোহলি, কোহলি' স্লোগান শুনে ক্ষুব্ধ বিজেপি সাংসদ বিরাট ভক্তদের দিকে ঘুরে তাঁর মধ্যমা দেখান। এই ভিডিয়োটি এক্সের বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হয়েছে ৷ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের তরফেও ৷ গত কয়েক মরশুম ধরে আইপিএলে কোহলি এবং গম্ভীরের ঝামেলা বারে বারেই চর্চার শিরোনামে এসেছে ৷ শনিবারও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোহলির আউটের ধরন নিয়েও কম সমালোচনা করেননি গম্ভীর।