মুম্বই, 13 নভেম্বর: তাঁকে ভারতীয় ক্রিকেটের 'মিস্টার পারফেকশনিস্ট' বলা হয় ৷ কথা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে ৷ আর সেই গম্ভীর্যে ভরা গম্ভীরের গলায় দরাজ প্রশংসা ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷ একজন দক্ষ নেতা হিসেবে রোহিতকে মূল্যবান সার্টিফিকেট দিলেন তিনি ৷ গম্ভীরের মতে, ক্রিকেটে একজন ভালো লিডারকে বিচার করার সেরা উপায় হল, তিনি দলের বাকি ক্রিকেটারদের কতটা নিরাপত্তা বা সুরক্ষা প্রদান করছেন বা মাঠে স্বাধীনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ করে দিচ্ছেন তার উপর ৷ আর রোহিত শর্মা শুধু ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নন, বহু বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সেও সেই একই কাজ করে চলেছেন বলে মত জিজি-র ৷
আগামী বুধবার ওয়াংখেড়েতে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ৷ লিগ পর্যায়ে নিউজিল্যান্ডকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 4 উইকেটে হারিয়েছিলেন রোহিতরা ৷ এবার নকআউটে চ্যালেঞ্জটা যে আরও কঠিন, তা বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু, ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় দল তাদের সর্বকালের সেরা ফর্মে রয়েছে ৷ আর এর জন্য অধিনায়ক রোহিত শর্মাকেই কৃতিত্ব দিলেন গৌতম গম্ভীর ৷
বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, "একজন ভালো অধিনায়ক ও নেতা ক্রিকেটারদের নিরাপত্তা প্রদান করেন ৷ যিনি ড্রেসিংরুমে একটা নিরাপদ পরিবেশ তৈরি করেন ৷ শুধুমাত্র নিজের জন্য নয়, দলের বাকি 14 জন খেলোয়াড়ের ক্ষেত্রেও ৷ আর সেই কাজটাই রোহিত শর্মা করে চলেছেন ৷"