পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: সাজঘরে নিরাপদ পরিবেশ তৈরি করেছেন রোহিত, অধিনায়ক 'হিটম্যানে' মুগ্ধ গম্ভীর - ভারতীয় ক্রিকেটের মিস্টার পারফেকশনিস্ট গৌতম গম্ভীর

Gautam Gambhir Praises Rohit Sharma: চলতি বিশ্বকাপে আলোচনার কেন্দ্র অন্যতম কেন্দ্রবিন্দু রোহিত শর্মার নেতৃত্ব ৷ সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া শুধু নয় ৷ দলের প্রত্যেক ক্রিকেটারকে চিন্তামুক্ত হয়ে খেলার যে স্বাধীনতা তিনি দিয়েছেন, তাও এই বিশ্বকাপের আলোচ্য বিষয় ৷ আর রোহিতের এই গুণেই মুগ্ধ ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার পারফেকশনিস্ট’ গৌতম গম্ভীর ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By PTI

Published : Nov 13, 2023, 10:03 PM IST

Updated : Nov 13, 2023, 10:33 PM IST

মুম্বই, 13 নভেম্বর: তাঁকে ভারতীয় ক্রিকেটের 'মিস্টার পারফেকশনিস্ট' বলা হয় ৷ কথা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে ৷ আর সেই গম্ভীর্যে ভরা গম্ভীরের গলায় দরাজ প্রশংসা ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷ একজন দক্ষ নেতা হিসেবে রোহিতকে মূল্যবান সার্টিফিকেট দিলেন তিনি ৷ গম্ভীরের মতে, ক্রিকেটে একজন ভালো লিডারকে বিচার করার সেরা উপায় হল, তিনি দলের বাকি ক্রিকেটারদের কতটা নিরাপত্তা বা সুরক্ষা প্রদান করছেন বা মাঠে স্বাধীনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ করে দিচ্ছেন তার উপর ৷ আর রোহিত শর্মা শুধু ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নন, বহু বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সেও সেই একই কাজ করে চলেছেন বলে মত জিজি-র ৷

আগামী বুধবার ওয়াংখেড়েতে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ৷ লিগ পর্যায়ে নিউজিল্যান্ডকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 4 উইকেটে হারিয়েছিলেন রোহিতরা ৷ এবার নকআউটে চ্যালেঞ্জটা যে আরও কঠিন, তা বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু, ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় দল তাদের সর্বকালের সেরা ফর্মে রয়েছে ৷ আর এর জন্য অধিনায়ক রোহিত শর্মাকেই কৃতিত্ব দিলেন গৌতম গম্ভীর ৷

বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, "একজন ভালো অধিনায়ক ও নেতা ক্রিকেটারদের নিরাপত্তা প্রদান করেন ৷ যিনি ড্রেসিংরুমে একটা নিরাপদ পরিবেশ তৈরি করেন ৷ শুধুমাত্র নিজের জন্য নয়, দলের বাকি 14 জন খেলোয়াড়ের ক্ষেত্রেও ৷ আর সেই কাজটাই রোহিত শর্মা করে চলেছেন ৷"

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, "রোহিতের এই গুণের কারণেই ও পাঁচটা আইপিএল ট্রফি জিততে পেরেছে ৷ ঠিক একইভাবে রোহিত যখন আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে খেলতে শুরু করেছে, তখন থেকে ভারতের জয়ের শতাংশ অনেক বেশি ৷ এমনকী নিজেও অসাধারণ ক্রিকেট খেলে দলকে উদ্বুদ্ধ করে চলেছে ৷ যদি আপনি পরিসংখ্যান এবং ট্রফির হিসেব করেন, তাহলে দেখা যাবে রোহিত প্রতিটি বক্সে টিক চিহ্ন দিয়েছে ৷ কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হল, তা হল ও পুরো ড্রেসিংরুমের পরিবেশটাকে সুরক্ষিত করে রেখেছে ৷"

তবে, শুধু গম্ভীর নন ৷ টি-20 বিশ্বকাপ জয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও রোহিতের অধিনায়কত্বে মুগ্ধ ৷ মাঠে তাঁর আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেন ফিঞ্চ ৷ রোহিত যেভাবে শুরুতেই তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডের চাপ সরিয়ে দিচ্ছেন, তার প্রশংসা সবস্তরেই হচ্ছে ৷ তা সে প্রথমে ব্যাট করে হোক বা রান তাড়া করে ৷ সব ক্ষেত্রেই রোহিতের ব্যাট থেকে দ্রুত রান আসায় মিডল-অর্ডার নিশ্চিন্তে ইনিংস গড়তে পারছে ৷

আরও পড়ুন:

  1. 'রং-ফুটেড' বিরাটে মাতল চিন্নাস্বামী, স্পিনের ভেলকি রোহিত-শুভমনদের
  2. লিগের শেষ ম্যাচে সেরা ফিল্ডার সূর্য, ঘোষণা করলেন মাঠ কর্মীরা
  3. এবার ব্যর্থ হলে অপেক্ষা আরও তিনটি বিশ্বকাপের, রোহিতদের ট্রফিজয় নিয়ে 'শাস্ত্রীয় বচন'
Last Updated : Nov 13, 2023, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details