নয়াদিল্লি, 29 এপ্রিল : 14তম আইপিএলে প্রবল গতিতে ছুটছে চেন্নাই এক্সপ্রেস । বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতে নিল ধোনির সিএসকে । চেন্নাইয়ের জয়ের নায়ক ফাফ ডুপ্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় ।
গায়কোয়াড় ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেললেন । ফাফ ডুপ্লেসি করলেন 38 বলে 56 রানের ইনিংস । এই দুইয়ের দাপটে হায়দরাবাদের দেওয়া 171 রান তাড়া করে সহজেই ম্যাচ জিতে যায় চেন্নাই । আমেদাবাদের মন্থর পিচে উইকেট তুলতে হিমশিম খেলেন হায়দরাবাদের পেস ত্রয়ী সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কউলরা । লেগ স্পিনার রশিদ খান নিলেন তিনটি উইকেট । পাওয়ারপ্লেতে কোনও উইকেট না হারিয়ে 50 রান খাতায় যোগ করে সিএসকে । গত কয়েকটি ম্যাচে গায়কোয়াড় ও ডুপ্লেসির ওপেনিং জুটি সুপার ডুপার হিট । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 115, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 74 এবং বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে 129 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা । রশিদ খান যতক্ষণে এদের দুজনকে ফেরালেন ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় চেন্নাই ।