মুম্বই, 2 জানুয়ারি : এইমুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে তাঁদের ঘরের মাঠে পর্যুদস্ত করে সিরিজ জিতে আসাই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের ৷ বিশেষত প্রথম টেস্টে 113 রানে প্রোটিয়াদের হারানোর পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে মেন ইন ব্লুর ৷ তবে 2022 সালে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, আরও অনেকগুলি শক্ত প্রতিপক্ষের সঙ্গেই মোকাবিলা করতে হবে বিরাট, রোহিতদের ৷ দেখে নেওয়া যাক এই বছরে ভারতীয় দলের সম্পুর্ণ ক্রীড়াসূচি (Game schedule of India in 2022) ৷
দক্ষিণ আফ্রিকা সফর:
দ্বিতীয় টেস্ট - 3-7 জানুয়ারি, জোহানেসবার্গ
তৃতীয় টেস্ট - 11-15 জানুয়ারি, কেপ টাউন
প্রথম ওডিআই - 19 জানুয়ারি, পারল
দ্বিতীয় ওডিআই - 21 জানুয়ারি, পারল
তৃতীয় ওডিআই - 23 জানুয়ারি, কেপটাউন
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ :
প্রথম ওডিআই - 6 ফেব্রুয়ারি, আহমেদাবাদ
দ্বিতীয় ওডিআই - 9 ফেব্রুয়ারি, জয়পুর
তৃতীয় ওডিআই - 12 ফেব্রুয়ারি, কলকাতা
প্রথম টি-টোয়েন্টি - 15 ফেব্রুয়ারি, কটক
দ্বিতীয় টি-টোয়েন্টি - 18 ফেব্রুয়ারি, ভাইজ্যাক
তৃতীয় টি-টোয়েন্টি- 20 ফেব্রুয়ারি, তিরুবন্তপুরম
ভারত সফরে শ্রীলঙ্কা :
প্রথম টেস্ট - 25 ফেব্রুয়ারি-1 মার্চ, বেঙ্গালুরু
দ্বিতীয় টেস্ট - 5-9 মার্চ, মোহালি
প্রথম টি-টোয়েন্টি - 13 মার্চ, মোহালি