পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cricketers Retained Ahead Of IPL 2022 : রাসেল-সহ চার ক্রিকেটারকে ধরে রাখল নাইটরা, আট দলের রিটেইন ক্রিকেটারদের তালিকা একনজরে - Full list of retained players and remaining salary purse for 8 IPL teams

প্রত্যাশামতো গত মরশুমের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে (Eoin Morgan) ধরে রাখার আগ্রহ দেখায়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ বিদেশিদের মধ্যে দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনকে ধরে রাখল তারা (KKR Retained Andre Russell And Sunil Narine Among Overseas Players) ৷

Cricketers Retained Ahead Of IPL 2022
রাসেল-সহ চার ক্রিকেটারকে ধরে রাখল নাইটরা, আট দলের রিটেইন ক্রিকেটারদের তালিকা একনজরে

By

Published : Dec 1, 2021, 7:41 AM IST

মুম্বই, 1 ডিসেম্বর : বেজে গেল 2022 আইপিএলের (IPL 2022) দামামা ৷ মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার ধরে রাখার প্রক্রিয়া সম্পন্ন হল মঙ্গলবার ৷ তালিকায় যেমন বেশ কিছু নিশ্চিত নাম রয়েছে, তেমনই বেশ কিছু নাম তালিকায় না থাকায় ভ্রু কুঁচকাচ্ছেন অনেকে ৷

প্রত্যাশামতোই গত মরশুমের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে (Eoin Morgan) ধরে রাখার আগ্রহ দেখাল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ বিদেশিদের মধ্যে দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনকে ধরে রাখল তারা (KKR Retaind Andre Russell And Sunil Narine Among Overseas Players) ৷ ভারতীয়দের মধ্যে শাহরুখের (Shah Rukh Khan) দল রিটেইন করেছে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ৷

তবে ডেডলাইন ডে'তে সবচেয়ে বড় সারপ্রাইজ অবশ্যই কান্নুর লোকেশ রাহুলকে পঞ্জাব কিংসের ধরে না রাখা (Punjab Kings Did Not Retain KL Rahul) ৷ যদিও এমএস ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থদের (Rishabh Pant) ধরে রেখেছে তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি ৷ ধোনি ছাড়াও জাদেজা, রুতুরাজকে ছেড়ে দেওয়ার সাহস দেখায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings Retained Ravindra Jadeja, Ruturaj Gaikwad) ৷

কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ধরে রাখলেও অজিদের টি-20 বিশ্বকাপ জয়ের নায়ক তথা প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (David Warner) সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হল সানরাইজার্স হায়দরাবাদের ৷ ক্রিকেটার ধরে রাখার পর স্যালারি পার্সে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নামবে প্রীতি জিন্টার (Preity Zinta) দল ৷ পার্সে সবচেয়ে কম টাকা রইল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ৷

একনজরে কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারদের ধরে রাখল :

  • মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা - 16 কোটি

জসপ্রীত বুমরা - 12 কোটি

সূর্যকুমার যাদব - 8 কোটি

কায়রন পোলার্ড - 6 কোটি

  • দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্থ - 16 কোটি

অক্ষর প্যাটেল - 9 কোটি

পৃথ্বী শ - 7.5 কোটি

অ্যানরিখ নর্তজে - 6.5 কোটি

  • কলকাতা নাইট রাইডার্স

আন্দ্রে রাসেল - 12 কোটি

বরুণ চক্রবর্তী - 8 কোটি

ভেঙ্কটেশ আইয়ার - 8 কোটি

সুনীল নারাইন - 6 কোটি

  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি - 15 কোটি

গ্লেন ম্যাক্সওয়েল - 11 কোটি

মহম্মদ সিরাজ - 7 কোটি

  • চেন্নাই সুপার কিংস

রবীন্দ্র জাদেজা - 16 কোটি

এমএস ধোনি - 12 কোটি

মইন আলি - 8 কোটি

রুতুরাজ গায়কোয়াড় - 6 কোটি

  • রাজস্থান রয়্যালস

সঞ্জু স্যামসন - 14 কোটি

জস বাটলার - 10 কোটি

যশস্বী জয়সওয়াল - 4 কোটি

  • সানরাইজার্স হায়দরাবাদ

কেন উইলিয়ামসন - 14 কোটি

আব্দুল সামাদ - 4 কোটি

উমরান মালিক - 4 কোটি

  • পঞ্জাব কিংস

ময়াঙ্ক আগরওয়াল - 12 কোটি

অর্শদীপ সিং - 4 কোটি

কোন ফ্র্যাঞ্চাইজির পার্সে কত টাকা থাকল :

পঞ্জাব কিংস -72 কোটি

সানরাইজার্স হায়দরাবাদ - 68 কোটি

রাজস্থান রয়্যালস -62 কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - 57 কোটি

চেন্নাই সুপার কিংস -48 কোটি

কলকাতা নাইট রাইডার্স - 48 কোটি

মুম্বই ইন্ডিয়ান্স - 48 কোটি

দিল্লি ক্যাপিটালস - 47.5 কোটি

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details