লখনউ, 15 অক্টোবর: বিশ্বকাপে সব দলই তাদের প্রথম দু’টি ম্যাচ খেলে ফেলেছে ৷ আর টুর্নামেন্টের ফেভারিট হিসেবে শুরু করা চার দলের মধ্যে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড তাদের তিনটি ম্যাচ খেলেছে ৷ সেখানেই সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ কিন্তু, অজিরা ফেভারিট দল হিসেবে এই ম্যাচে নামবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ টুর্নামেন্টে একমাত্র দল, যাঁদের ব্যাটিংয়ের পাশাপাশি, বোলিং বিভাগ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা 1992 সালের পর 2023 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই হারের মুখোমুখি হয়েছে ৷ আর তার পরেই অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ তবে, কামিন্স মনে করছেন এখনও তাঁরা টুর্নামেন্টে রয়েছেন ৷ তার জন্য এখান থেকে সব ম্যাচে জিততে হবে তাঁদের ৷ তিনি বলেন, ‘‘মোটেই সঠিক শুরু হয়নি ৷ দলের সকলে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ৷ আমরা অবশ্য 0-2 পিছিয়ে রয়েছি ৷ তাই আমাদের জয়ে ফিরতে হবে এবং খুব দ্রুত তা করতে হবে ৷ এখান থেকে সব ম্যাচে আমাদের কাছে ফাইনালের সমান ৷ আমাদের বাকি ম্যাচের সবক’টি জিততে হবে ৷’’
শ্রীলঙ্কার বিরুদ্ধে সোমবার লখনউয়ের মাঠে নামবে অস্ট্রেলিয়া ৷ যে মাঠ তৈরির পর স্পিন সহায়ক হিসেবেই পরিচিত ৷ কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে পিচে বাউন্স দেখা গিয়েছে ৷ কিন্তু, সঙ্গে স্পিনারদেরও সাহায্য করছে এই পিচ ৷ এখানেই পিছিয়ে পড়েছে ক্যাঙারুরা ৷ মাত্র একজন স্পিনার নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া ৷ যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে ৷ নাথন লায়নের মতো অভিজ্ঞ অফস্পিনার বাইরে বসে রয়েছেন ৷ অ্যাশটন অ্যাগর চোট পাওয়ার পর, কেন তাঁকে দলে সামিল করানো হল না ? প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাই ৷
আরও পড়ুন:গুরবাজের বিস্ফোরক ইনিংসে সঙ্গ দিল লোয়ার-অর্ডার, 'থ্রি-লায়ন্স'কে 285 রানের টার্গেট আফগানদের
প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে 199 রানে অল-আউট হওয়ার পর পেসাররা, অজিদের ম্যাচে ফিরিয়ে ছিলেন ৷ কিন্তু, স্পিনে অ্যাডাম জাম্পার হতাশ করা পারফর্ম্যান্স ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করে ৷ এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও গল্পটা প্রায় একই ছিল ৷ লখনউয়ের স্পিন সহায়ক পিচে উইকেট তুলতে ব্যর্থ জাম্পা ৷ বরং পার্ট-টাইম বোলার হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল সফল হয়েছিলেন সেখানে ৷ এক মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে অজিরা ৷ শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচ হারলেও, অজিদের থেকে তাঁদের স্পিন আক্রমণ অনেকটাই শক্তিশালী ৷ তাই উপমহাদেশের উইকেটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হতে পারেন, মহিষ তিকসানা এবং ওয়ালেল্লাগেরা ৷