দুবাই, 14 এপ্রিল : প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক হিথ স্ট্রিককে 8 বছরের জন্য সবরকমের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি ৷ বুধবার আইসিসি এই সিদ্ধান্তের কথা জানাল ৷ হিথ স্ট্রিক আইসিসি-র পাঁচটি দুর্নীতি বিরোধী আইন ভাঙার কথা স্বীকার করে নিয়েছেন ৷ যার পরেই আইসিসি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷
প্রসঙ্গত, হিথ স্ট্রিকের বিরুদ্ধে 2016-2018 সাল পর্যন্ত জিম্বাবোয়ের কোচ থাকাকালীন এবং একাধিক ঘরোয়া ক্রিকেট দলের কোচ থাকার সময় একাধিক তথ্য ভার্চুয়ালি শেয়ার করেছেন ৷ তাঁর বিরুদ্ধে আইসিসি-র নিয়ম এবং ঘরোয়া ক্রিকেটের একাধিক নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে ৷ যেখানে জেনে বুঝে তাঁর জানা বহু তথ্য শেয়ার করেছেন ৷ যা বেটিং-এ ব্যবহার করা হতে পারে ৷ বিশেষ করে বলতে গেলে 2018 সালে জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত ট্রাই সিরিজ়ের ভিতরকার বহু তথ্য শেয়ার করেছিলেন ৷ যে তালিকায় জিম্বাবোয়ে-আফগানিস্তান সিরিজ়ও ছিল ৷ সেই সঙ্গে 2018 সালে আইপিএল এবং এপিএল টুর্নাংমেন্টের বহু তথ্য ফাঁস করেছেন হিথ স্ট্রিক ৷