পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Roshan Mahanama : জ্বালানি সংকটে দেশ, পেট্রল পাম্পে অপেক্ষারতদের চা-পাউরুটি বিলি করছেন রোশন মহানামা - Former Sri Lankan cricketer serves tea buns to people waiting at fuel stations

পেট্রল পাম্পগুলি, রান্নার গ্যাসের মতো জ্বালানির প্রতীক্ষায় লম্বা হচ্ছে লাইন ৷ ওয়ার্ড প্লেস, বিজেরামা মাওয়াথায় জ্বালানির সেই দীর্ঘ লাইনেই জনসাধারণের মধ্যে চা এবং পাউরুটি বিলি করছেন 1996 বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য রোশন মহানামা ৷

Roshan Mahanama
পেট্রল পাম্পে অপেক্ষারতদের চা-পাউরুটি বিলি করছেন রোশন মহানামা

By

Published : Jun 20, 2022, 4:27 PM IST

কলম্বো, 20 জুন : কয়েকমাস ধরেই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের পড়শি রাষ্ট্র শ্রীলঙ্কা ৷ বৈদেশিক মুদ্রা সংকট, খাদ্য সংকটের সঙ্গেই তীব্র জ্বালানি সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র ৷ পেট্রল, রান্নার গ্যাসের মতো জ্বালানির প্রতীক্ষায় লম্বা হচ্ছে লাইন ৷ ওয়ার্ড প্লেস, বিজেরামা মাওয়াথায় পেট্রল পাম্পে জ্বালানির সেই দীর্ঘ লাইনেই জনসাধারণের মধ্যে চা এবং পাউরুটি বিলি করছেন রোশন মহানামা ৷ হ্যাঁ, আইসিসি-র এলিট প্যানেলের রেফারি, 1996 বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য রোশন মহানামা (Former Sri Lankan cricketer serves tea-buns to people waiting at fuel stations) ৷

শনিবার টুইটে সেই ছবি শেয়ার করে শ্রীলঙ্কার জার্সি গায়ে 213টি ওডিআই, 52টি টেস্ট খেলা ক্রিকেটার লেখেন, "কমিউনিটি মিল শেয়ারের পক্ষ থেকে আজ সন্ধেয় ওয়ার্ড প্লেস এবং বিজেরামা মাওয়াথায় জ্বালানির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে চা এবং পাউরুটি বিতরণ করলাম আমরা ৷ দিনকে দিন দীর্ঘ হচ্ছে সেই লাইন ৷ যে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মানুষের প্রাণ হারানোর ঝুঁকি রয়ে যাচ্ছে ৷"

শুক্রবারই টুইট করে জ্বালানির লাইনগুলিতে দাঁড়ানো সাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে একে অপরের যত্ন নেওয়ার পাশাপাশি লাইনে পর্যাপ্ত তরল এবং খাবার নিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন মহানামা ৷ দেশের কঠিন সময় প্রাক্তন জাতীয় ক্রিকেটারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা ৷

আরও পড়ুন : চরম আর্থিক সংকটে দেশ, পাশে দাঁড়ানোর অনুরোধ 'মানিকে মাগে'র ফেম ইয়োহানির

গত মার্চ থেকেই দেশের ইতিহাসে সর্বাপেক্ষা খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা ৷ জ্বালানির খরচ বাঁচাতে গত শনিবার থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার ৷ শিক্ষামন্ত্রকের তরফে অনলাইন ক্লাসের উপরেই জোর দেওয়া হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details