কলম্বো, 20 জুন : কয়েকমাস ধরেই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের পড়শি রাষ্ট্র শ্রীলঙ্কা ৷ বৈদেশিক মুদ্রা সংকট, খাদ্য সংকটের সঙ্গেই তীব্র জ্বালানি সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র ৷ পেট্রল, রান্নার গ্যাসের মতো জ্বালানির প্রতীক্ষায় লম্বা হচ্ছে লাইন ৷ ওয়ার্ড প্লেস, বিজেরামা মাওয়াথায় পেট্রল পাম্পে জ্বালানির সেই দীর্ঘ লাইনেই জনসাধারণের মধ্যে চা এবং পাউরুটি বিলি করছেন রোশন মহানামা ৷ হ্যাঁ, আইসিসি-র এলিট প্যানেলের রেফারি, 1996 বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য রোশন মহানামা (Former Sri Lankan cricketer serves tea-buns to people waiting at fuel stations) ৷
শনিবার টুইটে সেই ছবি শেয়ার করে শ্রীলঙ্কার জার্সি গায়ে 213টি ওডিআই, 52টি টেস্ট খেলা ক্রিকেটার লেখেন, "কমিউনিটি মিল শেয়ারের পক্ষ থেকে আজ সন্ধেয় ওয়ার্ড প্লেস এবং বিজেরামা মাওয়াথায় জ্বালানির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে চা এবং পাউরুটি বিতরণ করলাম আমরা ৷ দিনকে দিন দীর্ঘ হচ্ছে সেই লাইন ৷ যে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মানুষের প্রাণ হারানোর ঝুঁকি রয়ে যাচ্ছে ৷"