পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sunil Gavaskar's Mother Dies: মাতৃহারা সুনীল গাভাসকর, মীরপুরে ধারাভাষ্যের মাঝেই পেলেন দুঃসংবাদ - Meenal Gavaskar

মীরপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থদিন ধারাভাষ্যের মাঝে দুঃসংবাদ পান সুনীল গাভাসকর ৷ বার্ধক্যজনিত কারণে 95 বছর বয়সে প্রয়াত কিংবদন্তির মা মীনাল গাভাসকর (Meenal Gavaskar) ৷ বাংলাদেশ থেকে ফিরে মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে গাভাসকর উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর ৷

Sunil Gavaskar's Mother Dies
পরিবারের সঙ্গে সুনীল গাভাসকর

By

Published : Dec 26, 2022, 4:25 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: মাতৃহারা হলেন সুনীল গাভাসকর ৷ রবিবার বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন কিংবদন্তির মা মীনাল গাভাসকর (Meenal Gavaskar) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 95 বছর ৷ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থদিন ধারাভাষ্য দেওয়ার মাঝেই দুঃসংবাদ পৌঁছয় প্রাক্তন ক্রিকেটারের কাছে (Former Indian legendary cricketer Sunil Gavaskars mother passed away) ৷ খবর পাওয়া মাত্রই দেশে ফেরার প্রস্তুতি নেন 'লিটল মাস্টার'৷ মুম্বইয়ে মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর ৷

গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা কারণে ভুগছিলেন নবতিপর মীনাল দেবী ৷ গত আইপিএল মরশুমে মায়ের শারীরিক অসুস্থতার কারণে আইপিএলের মাঝপথেই ধারাভাষ্য ছেড়ে বাড়ি ফিরেছিলেন গাভাসকর ৷

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেস্ট ব্যাটার হিসেবে সুনীল গাভাসকরের প্রতিষ্ঠার পিছনে বাবা মনোহর গাভাসকরের সঙ্গে সঙ্গে মা মীনাল দেবীর অবদানও অপরিসীম ৷ তাঁর লেখা 'পুত্র ভব অ্যাইসা' (Putra Vhava Aisa) বইয়ে ছেলের সঙ্গে সম্পর্কের কথাই তুলে ধরেছেন প্রাক্তন ক্রিকেটারের মা ৷ যেখানে মীনাল দেবী লিখেছিলেন, সুনীল গাভাসকর যতক্ষণ মাঠে থাকতেন, ততক্ষণ মুখে খাবার তুলতেন না তিনি ৷

আরও পড়ুন:কোনও আক্ষেপ নেই, কুলদীপকে বাদ দেওয়া প্রসঙ্গে জানালেন রাহুল

পক্ষান্তরে গাভাসকরও বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর ঈর্ষণীয় কেরিয়ারের পিছনে মায়ের অবদান সম্পর্কে নানা কথা বলেছেন ৷ মহান ক্রিকেটার হয়ে ওঠার শুরুর দিনগুলোতে মায়ের ছোড়া টেনিস বলেই অনুশীলন সারতেন 1983 বিশ্বজয়ী দলের সদস্য ৷ একবার নাকে বল লেগে রক্ত গড়ানো সত্ত্বেও অনুশীলন থামাননি মা, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন গাভাসকর ৷

লাল বলের ক্রিকেটে বিশ্বের প্রথম 10 হাজার রানের মালিক সুনীল গাভাসকরের নামের পাশে রয়েছে 34টি টেস্ট শতরান (Sunil Gavaskar scored 34 Test hundred) ৷ পাশাপাশি 52টি অর্ধশতরান সহযোগে কিংবদন্তির সংগৃহীত রানসংখ্যা 10 হাজার 122 ৷ ব্যক্তিগত নজিরের পাশাপাশি 1983 বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গাভাসকর ৷

ABOUT THE AUTHOR

...view details