মুম্বই, 18 মে : প্রাক্তন ভারতীয় টেস্ট ওপেনার শিবসুন্দর দাসকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিযুক্ত করা হল ৷ ইংল্যান্ড সফরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে দিল্লির প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্য়ান অভয় শর্মাকে ফিল্ডিং কোচ নিযুক্ত করা হয়েছে মহিলা ক্রিকেট দলের ৷ প্রসঙ্গত, শিবসুন্দর দাস এর আগে ভারতীয় মহিলা এ ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন ৷ এবার তাঁকে নবনিযুক্ত মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ারের সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে ৷
জাতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন শিবসুন্দর দাস - অভয় শর্মা
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ করা হল প্রাক্তন ভারতীয় ওপেনার শিবসুন্দর দাসকে ৷ জুন মাসে ইংল্যান্ড সফর থেকে তিনি দায়িত্ব সামলাবেন ৷
আরও পড়ুন : তাঁর বিরুদ্ধে নোংরা প্রচার হয়েছে, অভিযোগ রমনের
আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ সেই সফরেই রমেশ পাওয়ার, শিবসুন্দর দাস এবং অভয় শর্মারা তাঁদের কোচিং শুরু করবেন ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের নয়া ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে শিবসুন্দর দাস জানিয়েছেন, তিনি কাজ করতে মুখিয়ে রয়েছেন ৷ এটা তাঁর কাছে একটা বড় এবং ভালো চ্যালেঞ্জ ৷ কারণ প্রথমবার তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন ৷ এর আগে তিনি ইংল্যান্ডে প্লেয়ার হিসেবে খেলেছেন ৷ আর এবারের দায়িত্বটা সম্পূর্ণ অন্য ৷ তাই এটা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন শিবসুন্দর দাস ৷