নয়াদিল্লি, 5 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের জন্য তৈরি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে দুই দলই ৷ বিশেষজ্ঞরা ব্যস্ত কাটাছেঁড়ায় ৷ কোন দল কতটা শক্তিশালী তার বিশ্লেষণ চলছে অবিরত ৷ তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিমের (Saba Karim) মতে, নিউজ়িল্যান্ডের মিডল অর্ডার ভঙ্গুর ৷ যার সুযোগ নিতে পারে ভারতীয়রা ৷
ইংল্যান্ড পৌঁছে ব্রিটিশ লায়নসদের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে কিউয়িরা ৷ অন্যদিকে হোটেলরুমে বন্দি ভারতীয় ক্রিকেটাররা ৷ এখনও অনুশীলনের অনুমতি পাওয়া যায়নি ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র 6 রান যোগ করে 4 উইকেট হারায় নিউজ়িল্যান্ড ৷ এক সময় 3 উইকেটে 288 রানে ব্যাটিং করা নিউজ়িল্যান্ড 294 রানে সাত উইকেট হারায় ৷ এবং 378 রানে প্রথম ইনিংস শেষ করে ব্ল্যাকক্যাপসরা ৷
ক্রিকেট নিয়ে একটি আলোচনায় সাবা করিম, নিউজ়িল্যান্ডের ব্যাটিং কেন উইলিয়ামসনের (Kane Williamson) উপর নির্ভরশীল বলে উল্লেখ করেন ৷ এছাড়া তাঁদের মিডল অর্ডার দুর্বল বলেও উল্লেখ করেন তিনি ৷