পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : কিউয়িদের মিডল অর্ডার ভঙ্গুর : সাবা করিম - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র 6 রান যোগ করে 4 উইকেট হারায় নিউজ়িল্যান্ডের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৷ এক সময় 3 উইকেটে 288 রানে ব্যাটিং করা নিউজ়িল্যান্ড 294 রানে সাত উইকেট হারায় ৷ এবং 378 রানে প্রথম ইনিংস শেষ করে ব্ল্যাকক্যাপসরা ৷

কিউয়িদের মিডল অর্ডার ভঙ্গুর : সাবা করিম
কিউয়িদের মিডল অর্ডার ভঙ্গুর : সাবা করিম

By

Published : Jun 5, 2021, 7:24 PM IST

নয়াদিল্লি, 5 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের জন্য তৈরি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে দুই দলই ৷ বিশেষজ্ঞরা ব্যস্ত কাটাছেঁড়ায় ৷ কোন দল কতটা শক্তিশালী তার বিশ্লেষণ চলছে অবিরত ৷ তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিমের (Saba Karim) মতে, নিউজ়িল্যান্ডের মিডল অর্ডার ভঙ্গুর ৷ যার সুযোগ নিতে পারে ভারতীয়রা ৷

ইংল্যান্ড পৌঁছে ব্রিটিশ লায়নসদের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে কিউয়িরা ৷ অন্যদিকে হোটেলরুমে বন্দি ভারতীয় ক্রিকেটাররা ৷ এখনও অনুশীলনের অনুমতি পাওয়া যায়নি ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র 6 রান যোগ করে 4 উইকেট হারায় নিউজ়িল্যান্ড ৷ এক সময় 3 উইকেটে 288 রানে ব্যাটিং করা নিউজ়িল্যান্ড 294 রানে সাত উইকেট হারায় ৷ এবং 378 রানে প্রথম ইনিংস শেষ করে ব্ল্যাকক্যাপসরা ৷

ক্রিকেট নিয়ে একটি আলোচনায় সাবা করিম, নিউজ়িল্যান্ডের ব্যাটিং কেন উইলিয়ামসনের (Kane Williamson) উপর নির্ভরশীল বলে উল্লেখ করেন ৷ এছাড়া তাঁদের মিডল অর্ডার দুর্বল বলেও উল্লেখ করেন তিনি ৷

সাবা বলেন, ‘‘দুটি দলেই সমস্যা আছে ৷ নিউজ়িল্যান্ডের মিডল অর্ডার খুব ভঙ্গুর ৷ কেন উইলিয়ামসন একজন বড় মাপের ক্রিকেটার ৷ প্রত্যেকটি দল মনে করে একবার কেন উইলিয়ামসনকে আউট করতে পারলে সহজেই কিউয়িদের অল আউট করা যাবে ৷’’

বোলিংয়ে বিকল্প বাড়াতে কলিন ডি গ্র্যান্ডহোমকে খেলানো দলের ব্যাটিং গভীরতা আরও কমিয়েছে বলে মত ভারতের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যানের ৷ তিনি বলেন, ‘‘ এই ম্যাচে নিউজ়িল্যান্ডের দল নির্বাচনে আমি অবাক হয়েছি ৷ তিন পেসার ও এক স্পিনার থাকা সত্বেও বোলিংয়ে বিকল্প বাড়াতে পঞ্চম বোলার হিসেবে কলিন ডি গ্র্যান্ডহোমকে খেলানো হচ্ছে ৷ এটা জানা সত্বেও তাদের মিডল অর্ডার বেশ কমজোরি ৷’’

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

লর্ডসের প্রথম ইনিংসে ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস ছাড়া অন্য কোনও কিউয়ি ব্যাটসম্যানই ছাপ ছাড়তে পারেননি ৷ নিজের অভিষেক টেস্টে দ্বিশতরান করেন ডেভন ৷ অন্যদিকে অর্ধশতরান করেন নিকোলস ৷

ABOUT THE AUTHOR

...view details