কলকাতা, 13 জানুয়ারি: 2019 সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ৷ এর পর 2022 সালের আইপিএল-এ এক নতুুন রূপে দেখা গিয়েছিল কুলদীপ যাদব (Kuldeep Yadav Bowling Action Change)-কে ৷ সেখানে তাঁর বলের গতি যেমন বেড়েছিল এবং সেই সঙ্গে পালটে ছিল বোলিংয়ের ছন্দও ৷ জাতীয় দলে কামব্যাকের পর আরও একটি বদল দেখা গেল কুলদীপের মধ্যে ৷ বোলিং রান আপ এবং অ্যাকশন দুই বদলে ফেলেছেন ভারতের বাঁ-হাতি চ্যায়নাম্যান ৷ শর্ট রান-আপের সঙ্গে আর দ্রুত গতিতে বল করার জন্য এগিয়ে যেতে দেখা গেল তাঁকে ৷ আর কুলদীপের এই বদলেই মুগ্ধ ভারতের প্রাক্তনরা ৷
বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে বদলে যাওয়া কুলদীপকে নিয়েই আলোচনা ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ ইরফান পাঠান (Irfan Pathan), সঞ্জয় মঞ্জরেকররা সেই নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ইরফান, কুলদীপ যাদবের 2019 এবং গতকালের ম্যাচের বোলিং অ্যাকশনের ছবি টুইট করেছেন ৷ প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি পেসার টুইটে লিখেছেন, ‘‘কুলদীপ যাদব তাঁর রান-আপ অ্যাঙ্গেল পরিবর্তন করেছেন ৷ যা তাঁকে বোলিংয়ের লাইন পরিবর্তন করতে সাহায্য করেছে ৷ ফলে আর জোরে বল করতে পারছেন ৷ অসাধারণ কাজ করেছে ৷’’
আরেক প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, ‘‘টি-20’র তুলনায় 50 ওভারের ক্রিকেটে স্লগিং তুলনামূলকভাবে কম হয় ৷ এখানে ব্যাটাররা অনেকটা গভীরে গিয়ে খেলেন এবং রক্ষণশীল হয় ৷ তাই দলের এমন একজন বোলারকে দরকার, যিনি ডিফেন্সিভ ও ডিপ ম্যাচ খেলা ব্যাটারকে বিট করতে পারবেন ৷ কুলদীপের সেই দক্ষতা রয়েছে ৷’’ কলকাতা ম্যাচে কুলদীপের বোলিং দেখে মঞ্জরেকরের এই মন্তব্য, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷