কলকাতা, 15 ফেব্রুয়ারি: মনোজ তিওয়ারি-অনুষ্টুপ মজুমদারদের রঞ্জি ফাইনালের আগে শুভেচ্ছা জানালেন বাংলার প্রাক্তন কোচ ডব্লু ভি রমন (Former Coach WV Raman Sends Best Wishes to Bengal) ৷ জানালেন, রঞ্জি ট্রফির এই পর্যায়ে দলগুলোর দুর্বলতা থাকে না ৷ সবুজ উইকেটে খেলার ব্যবস্থা করা হয়েছে মানেই মনোজ তিওয়ারিরা এগিয়ে রয়েছেন, এটা ভাবার কারণ নেই বলে জানান তিনি ৷ স্পষ্ট করে দিলেন, সৌরাষ্ট্র দলেও যথেষ্ট ভারসাম্য রয়েছে ৷ তাই তাঁর মতে, বাংলা যেন প্রথম দিন থেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে ৷ সেই সঙ্গে রঞ্জি ফাইনালের জন্য মনোজদের আগাম অভিনন্দন জানিয়ে রাখলেন রমন ৷
রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা মাঠে নামার আগে, ডব্লু ভি রমনের এই বার্তা অবশ্যই পেপটক ৷ 33 বছর পর ইডেনে রঞ্জি ট্রফির ফাইনাল হচ্ছে ৷ আয়োজনে কোনও ত্রুটি রাখতে নারাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ এদিন বাংলা দলের অনুশীলন দেখতে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ তাঁর দফতরের প্রাক্তন এবং বর্তমান ডেপুটি বাংলার রঞ্জি ট্রফি উদ্ধারে নামছেন আগামিকাল ৷ ফলে দু’জনকেই অভিনন্দন জানালেন তিনি ৷
অরূপ বিশ্বাস বলেন, “আমার দুই সতীর্থই রঞ্জি ট্রফি উদ্ধারে নামছেন ৷ লক্ষ্মীরতন আমার সঙ্গে ডেপুটি ছিল ক্রীড়া দফতরে ৷ এখন মনোজ রয়েছে আমার দফতরের ডেপুটি হিসেবে ৷ রঞ্জি ট্রফি জিততে একজন মন্ত্রী ফাইনাল খেলতে নামছে এমন নজির নেই ৷ বর্তমান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রঞ্জি ট্রফি খেলেছেন ৷ কিন্তু, ফাইনাল খেলেননি ৷ সেদিক থেকে মনোজ যদি ট্রফি জিতে নেয় তাহলে গিনেস বুকে স্থান করে নেবে ৷”