পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Murtaza Lodhgar: মুর্তাজার অকাল প্রয়াণে শোকের ছায়া ময়দানে - মোর্তাজা লোধগার

10 বছর বাংলার হয়ে ক্রিকেট খেলে ন'টি প্রথমশ্রণির ম্যাচে 34টি উইকেট নিয়েছিলেন মুর্তাজা লোধগার ৷ 2007 সালে বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ঋদ্ধিমান সাহা, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, শিবশঙ্কর পালদের সঙ্গে খেলেছিলেন।

Murtaza Lodhga
মুর্তাজার অকাল প্রয়াণে শোকের ছায়া ময়দানে

By

Published : Sep 18, 2021, 4:00 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: মুর্তাজা লোধগারের অকাল প্রয়াণে মুহ্যমান ময়দান ৷ মাত্র 46 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলে চিরকালের জন্য ৷ বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা প্রাক্তন এই স্পিনার বর্তমানে মিজোরামের অনূর্ধ্ব-19 দলের কোচ ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোধগার। সারাদিন স্বাভাবিক খাওয়া দাওয়া করার পরে রাতের খাওয়ার খেয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ফিরে এসে সাড়ে নটা নাগাদ ফের অসুস্থবোধ করেন এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েন। সামান্য চিকিৎসার সুযোগ পাননি কাছের লোকেরা। বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

লোধগারের অকাল মৃত্যুতে শোকার্ত বঙ্গক্রিকেট ৷ বাংলার প্রাক্তন অধিনায়ক দীপ দাশগুপ্ত টুইটারে লেখেন, "খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু।" । তাঁর সদাহাস্য মুখটাই মনে রাখতে চান প্রিয়জনেরা। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "অত্যন্ত দুঃখের ঘটনা। বিশ্বাস করতে পারছি না লোধগার নেই। মাত্র ৪৫ বছর বয়সেই চলে যেতে হল। ওকে কীভাবে বাংলার ক্রিকেটে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে চিন্তাভাবনা করছিলাম। জীবন খুবই অনিশ্চিত। লোধগারের পরিবারকে আমার সমবেদনা জানাই।"

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও শোকপ্রকাশ করেন। শনিবার সিএবিতে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে ৷ পাশাপাশি বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ কাপে সব ক্রিকেটার কালো ব্যাজ পড়ে খেলবেন ৷ বাংলা মহিলা দলের কোচ হিসেবেও কাজ করেছেন লোধগার ৷ দশ বছর বাংলার হয়ে ক্রিকেট খেলে ন'টি প্রথমশ্রণির ম্যাচে 34টি উইকেট নিয়েছিলেন ৷ 2007 সালে বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ঋদ্ধিমান সাহা, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, শিবশঙ্কর পালদের সঙ্গে খেলেছিলেন। মুর্তাজার মৃত্যুতে স্তম্ভিত মনোজ তিওয়ারি।

আরও পড়ুন:শাস্ত্রী জমানা শেষে কি কুম্বলের প্রত্যাবর্তন ? লক্ষ্মণ, জয়বর্ধনেকে নিয়েও জল্পনা

বাংলা দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও খেলেছেন এই বাঁ-হাতি স্পিনার। সদা হাস্যমুখ মোর্তাজা কলকাতার ক্লাব ক্রিকেটে একাধিক বড় ক্লাবের জার্সি পড়ে খেলেছেন। লা মার্টিন্সের ছাত্র কলকাতা মাঠে মধুর ব্যবহারের জন্য জনপ্রিয় ছিলেন।

ABOUT THE AUTHOR

...view details