কলকাতা, 18 সেপ্টেম্বর: মুর্তাজা লোধগারের অকাল প্রয়াণে মুহ্যমান ময়দান ৷ মাত্র 46 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলে চিরকালের জন্য ৷ বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা প্রাক্তন এই স্পিনার বর্তমানে মিজোরামের অনূর্ধ্ব-19 দলের কোচ ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোধগার। সারাদিন স্বাভাবিক খাওয়া দাওয়া করার পরে রাতের খাওয়ার খেয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ফিরে এসে সাড়ে নটা নাগাদ ফের অসুস্থবোধ করেন এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েন। সামান্য চিকিৎসার সুযোগ পাননি কাছের লোকেরা। বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷
লোধগারের অকাল মৃত্যুতে শোকার্ত বঙ্গক্রিকেট ৷ বাংলার প্রাক্তন অধিনায়ক দীপ দাশগুপ্ত টুইটারে লেখেন, "খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু।" । তাঁর সদাহাস্য মুখটাই মনে রাখতে চান প্রিয়জনেরা। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "অত্যন্ত দুঃখের ঘটনা। বিশ্বাস করতে পারছি না লোধগার নেই। মাত্র ৪৫ বছর বয়সেই চলে যেতে হল। ওকে কীভাবে বাংলার ক্রিকেটে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে চিন্তাভাবনা করছিলাম। জীবন খুবই অনিশ্চিত। লোধগারের পরিবারকে আমার সমবেদনা জানাই।"