কলকাতা,24 অক্টোবর: বিসিসিআই সভাপতি হওয়া হয়নি ( BCCI President ) । ক্রিকেট বোর্ডের নানা জটিল সমীকরণের কাছে হার মানতে হয়েছে । ঠিক সেসময় তিনি বলেছিলেন, 'আবার শূন্য থেকে শুরু করব।' ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সৌরভ-ভক্তরা একপ্রকার ধরেই নিয়েছিলেন, আরও একবার বঙ্গ ক্রিকেটের (Cricket Association of Bengal) মসনদে বসার কথা ভাবছেন 'প্রিন্স অফ ক্যালকাটা' । ঘটনাচক্রে তিনি চাইলেই সিএবি সভাপতি হতেও পারতেন বলে মনে করেন ক্রিকেট বোদ্ধাদের একটা বড় অংশ । তাও আবার কোনওরকম নির্বাচনে অংশ না নিয়ে । তবে শেষমেশ সে পথে হাঁটলেন না সৌরভ । দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) সিএবি-র মসনদে বসিয়ে মহারাজ হলেন 'কিং-মেকার' ।
সৌরভ নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার পর সভাপতি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । সহ-সভাপতি পদ পেলেন অমলেন্দু বিশ্বাস । সাম্মানিক সম্পাদক হলেন নরেশ ঝা । প্রবীর চক্রবর্তী সাম্মানিক কোষাধ্যক্ষ হলেন । যুগ্ম সচিব হলেন দেবব্রত দাস । নতুন এই প্যানেল বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী সৌরভ । সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "সিএবি একটা নতুন টিম পেল । আগামী তিন বছর এই টিম কাজ করবে। তারপর আমরা বুঝতে পারব তারা কতদূর কী করতে পারল। জীবনের নতুন ইনিংসে আমার অনেক কিছু করার আছে (Sourav Ganguly said he has a lot to do in his new innings of life)।"