হারারে, 1 জুলাই: আভিজাত্য-কৌলিন্য গিয়েছে আগেই ৷ তবু 2019 পর্যন্ত প্রত্যেকটি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির অক্ষুণ্ণ ছিল ৷ কিন্তু এবার বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগটুকুও হাতছাড়া হল ক্যারিবিয়ানদের ৷ 2023 ভারতের মাটিতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই ৷ সুপার সিক্সের ম্যাচে শনিবার স্কটল্যান্ডের কাছে গো-হারা হতেই বিশ্বকাপের বাইরে চলে গেল শাই হোপ অ্যান্ড কোম্পানি ৷ হারারেতে স্কটল্যান্ডের কাছে সুপার সিক্সের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানরা হারল 7 উইকেটে ৷ আর এই হারের হ্যাটট্রিকের সঙ্গে লজ্জায় নত হল লয়েড-রিচার্ডসদের গৌরবজ্জ্বল অধ্যায় ৷
সুপার সিক্সের (যোগ্যতা নির্ণায়ক পর্ব) 'ডু অর ডাই' ম্যাচে এদিন স্কটিশদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র 181 রান (43.5 ওভার) তোলে 1975 এবং 1979-র বিশ্বজয়ীরা ৷ কিন্তু ব্র্যান্ডন ম্যাকমুলেনের অল-রাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের হেলায় হারিয়ে দেয় স্কটিশরা ৷ 43.3 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা ৷
ম্যাকমুলেন করেন 69 রান ৷ 74 রানে অপরাজিত থাকেন স্টাম্পার-ব্যাটার ম্যাথু ক্রস ৷ 2018 ওয়েস্ট ইন্ডিজের কাছে স্বল্প ব্যবধানে হেরে 2019 বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল স্কটিশদের ৷ পাঁচ বছর বাদে যেন সেই ঘটনারই উলটপুরাণ ঘটল ৷ কিন্তু এই উলটপুরাণের অভিঘাত ব্যাপক ৷ প্রথমবারের বিশ্বজয়ী, সবমিলিয়ে দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্যতিরেকে ভারতের মাটিতে বিশ্বকাপের জৌলুষ যে সামান্য হলেও ফিকে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ তবে তার চেয়েও বড় কথা ক্রিকেটপাগল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই ক্ষত সারাতে বহুদিন সময় লাগবে ৷
আরও পড়ুন:'বাজবল' হল পরিস্থিতিকে খেলা, ব্রিটিশ ব্যাটারদের অ্যাপ্রোচে ক্ষুব্ধ নাসের হুসেন
সুপার সিক্সের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে 35 রানে হারের পর ডাচদের বিরুদ্ধে ওয়ান-ওভার এলিমিনেটরে ম্যাচ হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ ৷ এরপরই ক্রিকেট ইতিহাসের অন্যতম হতাশাজনক অধ্যায়ের সাক্ষী থাকার প্রস্তুতি মোটামুটি নিয়ে ফেলেছিলেন ক্রিকেট অনুরাগীরা ৷ তবু মিরাকলের আশায় দিন গুনছিলেন সে দেশের সমর্থকরা ৷ কিন্তু এদিন নিরাশ করলেন ভাগ্যদেবতা ৷ ক্য়ারিবিয়ানদের বিদায়ে বিশ্বকাপের বাকি দু'টি স্থানের জন্য লড়াই আপাতত জারি রইল শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে ৷ আপাতত তিন ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে সিংহলীরা ৷