নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : আগামী মাসে টি-20 বিশ্বকাপ ৷ সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে অনুষ্ঠিত এই মেগা টুর্নামেন্ট পর্যন্ত টি-20 ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি ৷ তারপরই কুড়ি বিশের ফরম্যাটে মেন ইন ব্লু-র নেতৃত্বভার চলে যাবে অন্য কারও কাঁধে ৷ তাঁর টি-20 ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই ৷ তারই মাঝে গতকাল নিজেই টুইট করে জল্পনার অবসান ঘটিয়েছেন কোহলি ৷ জানিয়ে দিয়েছেন, টি-20 ফরম্যাটের অধিনায়ক হিসেবে এটাই শেষ বিশ্বকাপ তাঁর ৷ বিরাটের নেতৃত্বে টি-20 ফরম্যাটে ভারত আইসিসি ট্রফি জেতেনি ঠিকই, কিন্তু এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে গর্ব করতেই পারেন কোহলি ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ কিন্তু বিরাটের নেতৃত্বে টি-20তে ভারতের সাফল্যের হার বেশি ৷ সেই পরিসংখ্যানে চোখ রাখা যাক ৷
কোহলির নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত 45টি ম্যাচ খেলেছে ৷ জিতেছে 27টি ম্যাচে ৷ দুটি ম্যাচ টাই ও দুটিতে হারের মুখ দেখেছে ৷ তাঁর অধিনায়কত্বে ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতের জয়ের হার 65.11 শতাংশ ৷ তাঁর আমলে এখনও পর্যন্ত এই ফরম্যাটে দেশের ঝুলিতে আইসিসি ট্রফি আসেনি ঠিকই কিন্তু বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়া দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) বিরুদ্ধে ভারতের সাফল্য নজরকাড়া ৷ এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও ভারত টি-20 সিরিজ় জিতেছে ৷
2017 সালে টি-20তে নেতৃত্ব দেওয়া শুরু করেন বিরাট ৷ সেবছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র ম্যাচে প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজ় জেতেন ৷ SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির মধ্যে ভারত 2018 সালে প্রথমবার 2-1 ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জেতে ৷ সেবছরই শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল বিরাট ব্রিগেড ৷ বিদেশের মাটিতে টি-20তে ভারতের সবচেয়ে বড় সাফল্য আসে 2019-20 সালে ৷ সেবার নিউজ়িল্যান্ডে গিয়ে 5-0 ব্যবধানে কিউয়িদের ধুয়ে সাফ করে দিয়েছিল ভারতীয় দল ৷