মুম্বই, 3 সেপ্টেম্বর: প্রয়াত প্রাক্তন ভারতীয় আম্পায়ার পিলু রিপোর্টার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর ৷ রবিবার মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বিশ্বের প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি ৷ দীর্ঘ 28 বছর ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনার কাজ করেছেন পিলু রিপোর্টার ৷ তাঁর কেরিয়ারের সেরা প্রাপ্তি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজিত 1992 ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ ৷
আন্তর্জাতিক ক্রিকেটে 14টি টেস্ট এবং 28টি ওয়ান ডে ম্যাচে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছিলেন পিলু রিপোর্টার ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে 13টি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ৷ যার মধ্যে দু’টি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব সামলেছেন ৷ 1984 সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করেছিলেন পিলু রিপোর্টার ৷ ওই বছর ডিসেম্বর মাসে দিল্লিতে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচে তিনি প্রথম আন্তর্জাতিক স্তরে আম্পায়ারিং করেন ৷ এই দুই দলের বিরুদ্ধেই 1993 সালে মুম্বই টেস্টে শেষবার আম্পায়ারিং করেছিলেন তিনি ৷