পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Fire at Eden Gardens: গভীর রাতে ইডেনের সাজঘরে আগুন, পুড়ে গেল খেলোয়াড়দের জিনিসপত্র

বিশ্বকাপ শুরুর আগেই অঘটন ৷ গভীর রাতে আগুন লেগে গেল ইডেনের ড্রেসিংরুমে ৷ শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান ৷

ETV Bharat
ইডেন গার্ডেন্স

By

Published : Aug 10, 2023, 8:03 AM IST

Updated : Aug 10, 2023, 9:10 AM IST

সংস্কারের কাজ চলাকালীন ইডেনের ড্রেসিং রুমে আগুন

কলকাতা, 10 অগস্ট: সামনেই বিশ্বকাপ ৷ তার জন্য সংস্কারের কাজ চলছিল ৷ আর তার মধ্যেই বুধবার গভীর রাতে ইডেনের সাজঘরে আগুন লাগে ৷ যারা সেখানে কাজ করছিলেন তারাই প্রথমে আগুন দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। দুটো ইঞ্জিনের অল্পক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে দমকল।

ক্রিকেটারদের সরঞ্জাম যেখানে থাকে সেই ড্রেসিং রুমের ফলস সিলিংয়ে আগুন লেগেছিল বলে খবর । ক্ষয়ক্ষতি সেভাবে না হলেও সেখানে থাকা খেলোয়াড়দের সমস্ত জিনিস পুড়ে গিয়েছে ৷ প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । তবে আসন্ন বিশ্বকাপের জন্য সংস্কারের কাজ চলাকালীন এই ঘটনা ঘটায় প্রশ্নের মুখে ইডেনের পরিকাঠামো ৷

হঠাৎ এভাবে আগুন লেগে যাওয়ায় কারণ খতিয়ে দেখা হচ্ছে । আর মাত্র 2 মাস পরেই বিশ্বকাপ শুরু হবে ৷ 5টি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ইডেনে ৷ সেই কারণেই এখন জোরকদমে সংস্কারের কাজ চলছে । আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে নতুন রূপে ইডেনকে সাজিয়ে তোলার কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । ইতিমধ্যে আইসিসির প্রতিনিধিরা কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন। আগামী মাসে ফের আসবেন তাঁরা। তার আগে এই বিপত্তি নতুন সমস্যার ইঙ্গিত দিল ।

ইডেনে সংস্কারের কাজে অগ্নিনির্বাপক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। যে কোনও ম্যাচের আয়োজনে দমকলের অনুমতি বাধ্যতামূলক। বিশ্বকাপের আয়োজনেও বিষয়টি মাথায় রাখা হয়েছে। এখানে আগুন লাগলে কী ব্যবস্থা সেটাও আইসিসি ও বোর্ডের যৌথ পরিদর্শক দলের কাছে জানানো হয়েছে। কী ব্যবস্থা নেওয়া হবে সেই রূপরেখাও পেশ করা হয়েছে। নতুনরূপে ইডেনে ক্রিকেটারদের সাজঘর তৈরি হচ্ছে।

আগুন ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে । নজরে পড়তেই কর্মরত কর্মীরা দমকলে খবর দিয়েছেন । দমকলের দুটো ইঞ্জিন এসে পরিস্থিতি একঘণ্টার মধ্যে নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। মনে করা হচ্ছে, সংস্কারের কাজ করতে গিয়ে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার হচ্ছে। অস্থায়ী সংযোগের ব্যবস্থার মধ্যে দিয়ে তা করতে হচ্ছে । সেখান থেকেই শর্ট সার্কিট হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে আপাতত মিটলেও তা ছেড়ে দেওয়া হচ্ছে না । বরং কী কারণে এটা ঘটল তা দেখা হচ্ছে ।

কারণ বিশ্বকাপের আগে ব্যবস্থাপনায় কোনও ত্রুটি রাখতে রাজি নয় সিএবি । আগুন লাগার খবর পেয়ে যুগ্ম সচিব দেবব্রত দাস ছুটে এসেছিলেন রাতেই । তিনিও এই ঘটনায় উদ্বিগ্ন । কী করে ঘটল এবং কোনও গাফিলতি রয়েছে কি না, সেটা দেখা হবে বলে জানিয়েছেন । এই বিষয়ে আজ বিকেলে কর্তারা যে ঠিকাদার সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে । সামনে বিশ্বকাপ । প্রস্তুতি সামনের একমাসের মধ্যে শেষ করা হবে বলে বলা হচ্ছে । তাই কোনও খামতি যাতে না থাকে সেই ব্যাপারে বাড়তি সতর্কতা এই ঘটনার পরে নেওয়া হবে ।

আরও পড়ুন : হরমনপ্রীতের জোড়া গোলে ধরাশায়ী পাকিস্তান, শীর্ষে থেকে সেমিতে ভারত

Last Updated : Aug 10, 2023, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details