মুম্বই, 16 মার্চ : দাঁড়িয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা চালাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ৷ মঙ্গলবার রাতে ক্রিকেটারদের তাজ হোটেল পৌঁছে দেওয়ার পর হোটেলের সামনে দাঁড় করানো ছিল বাসটি ৷ সেই বাসেই হামলা চালায় এমএনএস কর্মীরা (IPL team Bus Attacked) ৷ বাসের সামনে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয় ৷ এরপর ভাঙচুর চালানো হয় বাসে ৷
তবে কী কারণে এই আক্রোশ ? জানা গিয়েছে, আইপিএল চলাকালীন ক্রিকেটারদের পরিবহনের কাজ স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের হাতে দেওয়ার আবেদন করেছিল 'এমএনএস বাহাতুক সেনা' ৷ এই মর্মে আইপিএল কর্তৃপক্ষ ও মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন জানায় তাঁরা ৷ তবে সেই আবেদনে সাড়া দেয়নি দুই কর্তৃপক্ষই ৷ আবেদন করা সত্ত্বেও স্থানীয় ব্যবসায়ীরা কাজ না পাওয়ায় ক্ষুব্ধ 'এমএনএস বাহাতুক সেনা'র কর্মীরা মঙ্গলবার রাতে তাজ হোটেলের সামনে দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা চালায় (FIR registered against unknown miscreants as Delhi Capitals team bus attacked) ৷