পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL team Bus Attacked : দিল্লি'র টিমবাসে হামলা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার, দায়ের অভিযোগ - দিল্লি-র টিমবাসে হামলা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার

আইপিএল চলাকালীন ক্রিকেটারদের নিয়ে যাওয়া, আসার কাজ স্থানীয় পরিবহন সংস্থাগুলির হাতে দেওয়া হয়নি ৷ তাতেই ক্ষুব্ধ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (IPL team Bus Attacked) ৷

IPL team Bus Attacked
IPL team Bus Attacked

By

Published : Mar 16, 2022, 12:04 PM IST

মুম্বই, 16 মার্চ : দাঁড়িয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা চালাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ৷ মঙ্গলবার রাতে ক্রিকেটারদের তাজ হোটেল পৌঁছে দেওয়ার পর হোটেলের সামনে দাঁড় করানো ছিল বাসটি ৷ সেই বাসেই হামলা চালায় এমএনএস কর্মীরা (IPL team Bus Attacked) ৷ বাসের সামনে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয় ৷ এরপর ভাঙচুর চালানো হয় বাসে ৷

তবে কী কারণে এই আক্রোশ ? জানা গিয়েছে, আইপিএল চলাকালীন ক্রিকেটারদের পরিবহনের কাজ স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের হাতে দেওয়ার আবেদন করেছিল 'এমএনএস বাহাতুক সেনা' ৷ এই মর্মে আইপিএল কর্তৃপক্ষ ও মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন জানায় তাঁরা ৷ তবে সেই আবেদনে সাড়া দেয়নি দুই কর্তৃপক্ষই ৷ আবেদন করা সত্ত্বেও স্থানীয় ব্যবসায়ীরা কাজ না পাওয়ায় ক্ষুব্ধ 'এমএনএস বাহাতুক সেনা'র কর্মীরা মঙ্গলবার রাতে তাজ হোটেলের সামনে দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা চালায় (FIR registered against unknown miscreants as Delhi Capitals team bus attacked) ৷

এই বিষয়ে মহারাষ্ট্র নবনির্মাণ বাহাতুক সেনার সভাপতি সঞ্জয় নায়েক বলেন, "আইপিএলে পরিবহনের দায়িত্ব স্থানীয় ব্যবসায়ীদের না-দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়েছেন ৷ ক্রিকেটারদের পরিবহনের জন্য মহারাষ্ট্রের বাইরে থেকে বাস আনা হয়েছে ৷ বাসে হামলার ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ৷" ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন ৷ তবে ইতিমধ্যেই 5-6 জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে 143, 147,149, 427 আইপিসি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন :ICC Womens WC 2022 : দুই বাঙালির ব্যাটে একশো পার, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় মিতালিদের

আগামী 26 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের পঞ্চদশ মরসুম ৷ প্রথম ম্যাচেই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাইটদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details