ডাবলিন, 17 জানুয়ারি: আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় এবার জুড়িদার পেয়ে গেলেন আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাই ৷ নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন যৌথভাবে সেই তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন ৷ বুধবার ডাবলিনে পাকিস্তানের বিরুদ্ধে 16টি ছয় মেরেছেন তিনি ৷ সঙ্গে মাত্র 62 বলে 137 রান করলেন কিউয়ি ওপেনার ৷ এমনকি টি-20 আন্তর্জাতিকে কিউয়িদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হলেন অ্যালেন ৷
পাকিস্তানের বিরুদ্ধে এ দিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 224 রান তোলে নিউজিল্যান্ড ৷ সেই রান তাড়া করতে নেমে 7 উইকেটে মাত্র 179 রানে থেমে যায় শাহিন শাহ আফ্রিদির দল ৷ সঙ্গে দুই ম্যাচ বাকি থাকতে 3-0তে টি-20 সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড ৷ ফিন অ্যালেন এ দিন 5টি বাউন্ডারি ও 16টি ওভার-বাউন্ডারি মেরে 221-এর স্ট্রাইকরেটে 137 রান করেছেন ৷ এতদিন টি-20 আন্তর্জাতিকে ব্রেন্ডন ম্যাককালন (123 রান) নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ৷ এ দিন তাঁর সেই রেকর্ড ভেঙে 137 রান করলেন ফিন অ্যালেন ৷
তিনি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে একমাত্র টিম সেইফার্ট 23 বলে 31 রান এবং গ্লেন ফিলিপস 15 বলে 19 রান করেন ৷ বাকি আর কোনও ব্যাটার দু’অংকের স্কোরে পৌঁছতে পারেননি ৷ তা সত্ত্বেও নিউজিল্যান্ড 224 রান তোলে নির্ধারিত 20 ওভারে ৷ জবাবে পাকিস্তানের শুরুটা সেই গতিতে হয়নি ৷ দুই ওপেনার সাইম আয়ুব এবং মহম্মদ রিজওয়ানের (20 বলে 24 রান) স্লথ ইনিংসের কারণে স্কোর বোর্ডের চাপ বেড়ে যায় পাকিস্তানের মিডল-অর্ডারে ৷ কিন্তু, প্রাক্তন অধিনায়ক বাবর আজম (37 বলে 58 রান) আজও হাফ-সেঞ্চুরি করেছেন ৷
এছাড়া ফখর জামান 19 রান এবং মহম্মদ নওয়াজ 28 রান করেন ৷ নিউজিল্যান্ডের হয়ে আজ সবচেয়ে সফল বোলার ছিলেন টিম সাউদি ৷ তিনি 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তবে, গত ম্যাচে 4 উইকেট নেওয়া অ্যাডাম মিলনে, আজ 4 ওভারে 51 রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন ৷ অন্যদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসন ফের চোট পাওয়ায় আজকের ম্যাচে মিচেল স্যান্টনার কিউয়িদের নেতৃত্ব দেন ৷ ম্যাচের সেরা হয়েছে ফিন অ্যালেন ৷
আরও পড়ুন:
- ধোনির নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের
- চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
- হোয়াইটওয়াশে চোখ রেখে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে নজরে রোহিতের ফর্ম