পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল স্থগিত, ভারতে টি-20 বিশ্বকাপের কী হবে ? সিদ্ধান্ত জুলাইয়ে - 2021 টি-20 বিশ্বকাপ

চলতি বছরের শেষদিকে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি না তা জুলাইয়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ৷

T20 World Cup
T20 World Cup

By

Published : May 5, 2021, 1:20 PM IST

নয়াদিল্লি, 5 মে : জৈব সুরক্ষা বলয় তৈরি করেও শেষরক্ষা হয়নি ৷ একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল ৷ এবং তা অনির্দিষ্টকালের জন্য ৷ আইপিএলের পর এবার অনিশ্চয়তার কালো মেঘ ঘনাচ্ছে টি-20 বিশ্বকাপের আকাশে ৷ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে টি-20 বিশ্বকাপের আসর বসার কথা ৷

করোনার কারণে অস্ট্রেলিয়ায় গতবছর স্থগিত করে দেওয়া হয়েছিল টি-20 বিশ্বকাপ ৷ চলতি বছরে কুড়ি বিশের বিশ্বকাপ আয়োজন করার কথা ভারতের ৷ করোনার মধ্যে বায়ো বাবল তৈরি করে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করাটা বিসিসিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ ৷ 14তম আইপিএল ছিল তারই প্রস্তুতি ৷ কিন্তু করোনার দাপটে মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে আইপিএল ৷ ভারতে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের উপরে ৷ এই পরিস্থিতিতে ফলে টি-20 বিশ্বকাপ আয়োজন করাটা বড় ঝুঁকির তা বোর্ড কর্তারা ভালমতোই বুঝছে ৷ তাই ভারতে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ৷

আরও পড়ুন : করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের আইপিএল

যদিও এর জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না ৷ চলতি বছরের শেষদিকে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি না তা জুলাইয়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ৷ এই বিষয়ে বোর্ডের এক আধিকারিক বলেছেন, "আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ পরিস্থিতি বদলানোর অপেক্ষা করছি ৷ বিশ্বকাপ বলে কথা তাই জুলাই পর্যন্ত অপেক্ষা করা হবে ৷ তারপরই বোঝা যাবে ভারতে টি-20 বিশ্বকাপ হবে কি না ৷ কারণ বিশ্বকাপের মাপের টুর্নামেন্ট কয়েক সপ্তাহের মধ্যে আয়োজন করা সম্ভব নয় ৷"

আইপিএল স্থগিত হলেও টি-20 বিশ্বকাপ আয়োজন করা নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ তাদের বিশ্বাস খুব শীঘ্রই এই পরিস্থিতি বদলাবে ৷ আর যথসময়েই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ৷ গত 16 এপ্রিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের শেষ বৈঠকে জানানো হয়, 9টি ভেনুতে বিশ্বকাপের প্রস্তুতি চলবে ৷ ভেনুগুলি হল আমেদাবাদ, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ধরমশালা, হায়দরাবাদ এবং লখনউ ৷

ABOUT THE AUTHOR

...view details