কলকাতা, 3 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বল গড়াতে আর চার দিন বাকি ৷ ইংল্যান্ডের ওভালে রোহিত শর্মারা বিশ্বসেরা টেস্ট দলের খেতাব ঘরে তুলতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷ সেই ম্যাচ নিয়ে এবার নিজের মতপ্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার ৷ জানালেন, ফাইনালে লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে ৷ তবে, ওভালের পিচে ভারতীয় স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন 1999 বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ৷ পাশাপাশি, নতুন বলে পেসাররাও সুবিধা পাবেন বলে মনে করেন তিনি ৷
ত্রিপুরা রঞ্জি দলের কোচ হিসেবে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ৷ 100 দিনের জন্য তাঁর সঙ্গে চুক্তি করছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ প্রথম দফায় 20 দিনের জন্য কাজ করবেন তিনি ৷ এরপর রঞ্জি মরশুম শুরু হলে, ফের ভারতে আসবেন ৷ এদিন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন ক্লুজনার ৷ সেখানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুই দেশের কাছে সেরা সুযোগ ৷ লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে বলে মনে করি ৷ ওভালে স্পিনার সুবিধা পেয়ে থাকে ৷ স্পিনাররা ভারতীয় দলের শক্তি ৷ তবে, গত কয়েকবছরে ভারতীয় পেসাররা ভালো পারফরম্যান্স করেছেন ৷”
আইপিএলে একসময় বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ল্যান্স ক্লুজনার ৷ আইপিএলের মঞ্চ যে নতুন প্রতিভার উঠে আসার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে তা মানছেন তিনি ৷ প্রোটিয়া অলরাউন্ডারের মতে, আইপিএল থেকে যেসব তরুণ ক্রিকেটার উঠে আসছেন, তাঁরা ভারতীয় দলের ভবিষ্যতের সাপ্লাই লাইন হতে পারে ৷ নিজের বক্তব্যের সমর্থনে রিঙ্কু সিংয়ের ভালো পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন তিনি ৷