পটনা, 6 জানুয়ারি: সারল না বিহার ক্রিকেটের পুরনো রোগ ৷ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব ফের একবার ক্রিকেট মাঠে ৷ দু’দশক ধরে চলা এই কুৎসিত গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একবার বিসিসিআই-এর রোষের শিকার হয়েছিল বিহার ক্রিকেট ৷ বহু তরুণ প্রতিভাকে কেড়ে নিয়েছে অতীতে ৷ 2024 রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বিসিএ প্রেসিডেন্ট ও সচিবের দু’টি পৃথক দল নিয়ে মাঠে নামার ঘটনায়, ফের একবার নেতিবাচক বিজ্ঞাপন উপহার দিল বিহার ক্রিকেট ৷
শুক্রবার থেকে 2024 রঞ্জি মরশুম শুরু হয়েছে ৷ যেখানে পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে খেলছে বিহার ৷ কিন্তু, প্রথমদিন মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার জন্য দু’টি দল স্টেডিয়ামে এসে উপস্থিত হয় ৷ একটি বিসিএ প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারির এবং দ্বিতীয়টি বিসিএ সচিব অমিত কুমারের ৷ কার দল মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবে ? সেই নিয়ে তুমুর গণ্ডগোল বাঁধল মাঠেই ৷ যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ৷ শেষে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে, রাকেশ তিওয়ারির দল মাঠে নামে ৷
কিন্তু, এই ঘটনা ফের একবার বিহার ক্রিকেটের জঘন্য ছবিটা তুলে ধরল ৷ দেখিয়ে দিল, 2018 সালে বিসিএ-র পুনর্গঠিত হওয়ার আগের পরিস্থিতি আজও বিদ্যমান সেখানে ৷ 2002 সালের সেই স্মৃতিকে ফিরিয়ে দিল, যখন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়া বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সাসপেন্ড করেছিলেন ৷ সেই সময় বিসিএ পরিচালনা করতেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ পরবর্তী সময় অমিতাভ চৌধুরির নেতৃত্বাধীন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেয় বিসিসিআই ৷ পরবর্তী সময়ে তিনি বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব সামলেছিলেন ৷
কিন্তু, শুধু দু’টি দল নামানো নয় ৷ যে মাঠে ম্যাচের আয়োজন করা হয়েছিল, সেটি নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে ৷ অসমতল মাঠের কারণে অজিঙ্ক রাহানে মুম্বই দলের হয়ে খেলতে নামেননি ৷ পাটনার মইন-উল-হক স্টেডিয়ামের মাঠের পরিকাঠামো কোনও ক্লাব ম্যাচ আয়োজনের মতোও নয় বলে অনেকে বলছেন ৷ যেখানে গ্যালারির একটা দিক পুরো জঙ্গলে ভরতি ৷ সাপ বা বিষধর কীটপতঙ্গের হামলা হওয়া অস্বাভাবিক নয় ৷ নেটের ফেনসিং জং ধরে ভেঙে পড়ছে ৷ গ্যালারিতে জামাকাপড় শুকোচ্ছে ৷ আর সঙ্গে মাঠের বেহাল দশা ৷ আর সেখানে নাকি, রঞ্জি টুর্নামেন্ট হচ্ছে ৷
এ নিয়ে বিসিএ-র প্রাক্তন কর্তা আদিত্য বর্মা (2013 আইপিএল স্পট-ফিক্সিংয়ের ঘটনায় মামলাকারী) সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "প্রথমত, কেন মইন-উল-হক স্টেডিয়ামে এই ম্যাচ করা হচ্ছে ? যেখানে পাটনার রাজবংশী নগরে উরজা স্টেডিয়ামে এক থেকে ঢের ভালো পরিকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে ৷ এই ধরণের ঘটনাই একমাত্র বিহার ক্রিকেটের ক্ষতি করতে পারে ৷ আর সেই কারণেই আমরা অনেক প্রতিভাবান ক্রিকেটারকে হারিয়েছি অতীতে ৷"
আদিত্য বর্মার এই অভিযোগটা সঠিক ৷ ঈশান কিষাণ বর্তমানে ভারতীয় দলে সদস্য, মুম্বই ইন্ডিয়ান্সে আইপিএল খেলার পাশাপাশি, ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেন ঈশান ৷ কিন্তু, এই পটনা থেকেই নিজের ক্রিকেট শুরু করেছিলেন ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার ৷ এমনকী মুকেশ কুমার, যিনি বাংলার হয়ে রঞ্জি খেলে ভারতের হয়ে টেস্ট, ওয়ান-ডে ও টি-20 তিন ফরম্যাটেই অভিষেক করেছেন ৷ এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজেই খেলেছেন মুকেশ ৷
আরও পড়ুন:
- 'এন্টারটেইনার' হয়েই মানুষের মনে থেকে যেতে চান ওয়ার্নার
- রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের
- 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক