পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রঞ্জির একই ম্যাচে 3টি টিম, কে খেলবে তা নিয়ে চলল হাতাহাতি - BCA Factionalism

Factionalism in Bihar Cricket Association: গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ আর যার প্রভাব সরাসরি বিহারের ক্রিকেটে ৷ যে পরিস্থিতি ফের একবার 2002 সালের স্মৃতি উস্কে দিচ্ছে ৷ যেখানে লালুপ্রসাদ যাদব পরিচালিত বিসিএ-কে সাসপেন্ড করেছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ৷

Image Courtesy: X
Image Courtesy: X

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 10:11 PM IST

Updated : Jan 6, 2024, 10:21 PM IST

পটনা, 6 জানুয়ারি: সারল না বিহার ক্রিকেটের পুরনো রোগ ৷ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব ফের একবার ক্রিকেট মাঠে ৷ দু’দশক ধরে চলা এই কুৎসিত গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একবার বিসিসিআই-এর রোষের শিকার হয়েছিল বিহার ক্রিকেট ৷ বহু তরুণ প্রতিভাকে কেড়ে নিয়েছে অতীতে ৷ 2024 রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বিসিএ প্রেসিডেন্ট ও সচিবের দু’টি পৃথক দল নিয়ে মাঠে নামার ঘটনায়, ফের একবার নেতিবাচক বিজ্ঞাপন উপহার দিল বিহার ক্রিকেট ৷

শুক্রবার থেকে 2024 রঞ্জি মরশুম শুরু হয়েছে ৷ যেখানে পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে খেলছে বিহার ৷ কিন্তু, প্রথমদিন মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার জন্য দু’টি দল স্টেডিয়ামে এসে উপস্থিত হয় ৷ একটি বিসিএ প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারির এবং দ্বিতীয়টি বিসিএ সচিব অমিত কুমারের ৷ কার দল মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবে ? সেই নিয়ে তুমুর গণ্ডগোল বাঁধল মাঠেই ৷ যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ৷ শেষে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে, রাকেশ তিওয়ারির দল মাঠে নামে ৷

কিন্তু, এই ঘটনা ফের একবার বিহার ক্রিকেটের জঘন্য ছবিটা তুলে ধরল ৷ দেখিয়ে দিল, 2018 সালে বিসিএ-র পুনর্গঠিত হওয়ার আগের পরিস্থিতি আজও বিদ্যমান সেখানে ৷ 2002 সালের সেই স্মৃতিকে ফিরিয়ে দিল, যখন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়া বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সাসপেন্ড করেছিলেন ৷ সেই সময় বিসিএ পরিচালনা করতেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ পরবর্তী সময় অমিতাভ চৌধুরির নেতৃত্বাধীন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেয় বিসিসিআই ৷ পরবর্তী সময়ে তিনি বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব সামলেছিলেন ৷

কিন্তু, শুধু দু’টি দল নামানো নয় ৷ যে মাঠে ম্যাচের আয়োজন করা হয়েছিল, সেটি নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে ৷ অসমতল মাঠের কারণে অজিঙ্ক রাহানে মুম্বই দলের হয়ে খেলতে নামেননি ৷ পাটনার মইন-উল-হক স্টেডিয়ামের মাঠের পরিকাঠামো কোনও ক্লাব ম্যাচ আয়োজনের মতোও নয় বলে অনেকে বলছেন ৷ যেখানে গ্যালারির একটা দিক পুরো জঙ্গলে ভরতি ৷ সাপ বা বিষধর কীটপতঙ্গের হামলা হওয়া অস্বাভাবিক নয় ৷ নেটের ফেনসিং জং ধরে ভেঙে পড়ছে ৷ গ্যালারিতে জামাকাপড় শুকোচ্ছে ৷ আর সঙ্গে মাঠের বেহাল দশা ৷ আর সেখানে নাকি, রঞ্জি টুর্নামেন্ট হচ্ছে ৷

এ নিয়ে বিসিএ-র প্রাক্তন কর্তা আদিত্য বর্মা (2013 আইপিএল স্পট-ফিক্সিংয়ের ঘটনায় মামলাকারী) সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "প্রথমত, কেন মইন-উল-হক স্টেডিয়ামে এই ম্যাচ করা হচ্ছে ? যেখানে পাটনার রাজবংশী নগরে উরজা স্টেডিয়ামে এক থেকে ঢের ভালো পরিকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে ৷ এই ধরণের ঘটনাই একমাত্র বিহার ক্রিকেটের ক্ষতি করতে পারে ৷ আর সেই কারণেই আমরা অনেক প্রতিভাবান ক্রিকেটারকে হারিয়েছি অতীতে ৷"

আদিত্য বর্মার এই অভিযোগটা সঠিক ৷ ঈশান কিষাণ বর্তমানে ভারতীয় দলে সদস্য, মুম্বই ইন্ডিয়ান্সে আইপিএল খেলার পাশাপাশি, ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেন ঈশান ৷ কিন্তু, এই পটনা থেকেই নিজের ক্রিকেট শুরু করেছিলেন ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার ৷ এমনকী মুকেশ কুমার, যিনি বাংলার হয়ে রঞ্জি খেলে ভারতের হয়ে টেস্ট, ওয়ান-ডে ও টি-20 তিন ফরম্যাটেই অভিষেক করেছেন ৷ এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজেই খেলেছেন মুকেশ ৷

আরও পড়ুন:

  1. 'এন্টারটেইনার' হয়েই মানুষের মনে থেকে যেতে চান ওয়ার্নার
  2. রূপকথার শেষপর্বে 'হোয়াইট ওয়াশ' পাকিস্তান, ম্যাচ জিতিয়ে কুলীন ফরম্যাটকে গুডবাই ওয়ার্নারের
  3. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক
Last Updated : Jan 6, 2024, 10:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details