হায়দরাবাদ, 19 ডিসেম্বর:বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগেই। সেই রেশ কাটতে না-কাটতেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে। এই মুহূর্তে চলছে প্রোটিয়া সফরও। এই কিছুর মধ্যেই দামামা বেজে গিয়েছে 2024 আইপিএলের। যদিও এই টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েক মাস দেরি থাকলেও তার আগে হয়ে যাচ্ছে নিলাম পর্ব। আর আজ, মঙ্গলবার সেই নিলাম পর্ব বসছে দুবাইয়ে ৷ তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা সাগি লক্ষ্মী ভেঙ্কটপতি রাজু ইটিভি ভারতকে কিছু বিষয় নিয়ে মতামত জানালেন ৷
'অস্ট্রেলিয়ান প্লেয়ারদের চাহিদা থাকবে বেশি', ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার - প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
IPL Auction 2024: আজ, মঙ্গলবার হতে চলেছে আইপিএলের বহু প্রতীক্ষিত নিলাম ৷ প্রতিটি দলের কাছেই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে। আর আইপিএল 2024 নিলামের আগে, ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার ভেঙ্কটপথি রাজু ইটিভি ভারতের প্রতিনিধি বি ভেঙ্কট কুমারকে একান্ত সাক্ষাতকারে জানালেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চাহিদা থাকবে ৷ সেইসঙ্গে আরও কিছু বিষয় নিয়ে মতামত প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন এই ক্রিকেট প্লেয়ার ৷
IPL Auction 2024
Published : Dec 19, 2023, 11:05 AM IST
এই নিলামে 333 জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ প্রতিটি দলের কাছেই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে। তবে সব দলের হাতে পর্যাপ্ত টাকা নেই। তার মধ্যেই বিপুল লড়াই দেখা যেতে পারে। ফ্র্যাঞ্চাইজি কোন ধরনের কৌশলে এগোয় সেটাই দেখার ৷ তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটপথি রাজু, বলছেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা সবসময় ভালো দাম পায়। এবারও তাই হবে ৷ আর কী বললেন তিনি...
- প্রশ্ন- নিলামের মূল খেলোয়াড় কারা ?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- আইপিএল শুরু হয়েছে 15 বছর। এবছর, সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা সেই সমস্ত খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে যারা ভালো পারফর্ম করতে পারেনি। তবে সব দলের হাতে পর্যাপ্ত টাকা নেই। তাও এই নিলাম খুব আকর্ষণীয় হতে চলেছে। অজিদের জন্য সবসময় চাহিদা থাকবে। সম্প্রতি সাদা বলের ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আমার মতে, ফ্র্যাঞ্চাইজিদের যা দরকার তারা হল ভারতীয় অলরাউন্ডারদের। গতবার অনেক টাকা খরচ হয়েছিল স্যাম কুরানকে নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সও জোফরা আর্চারের জন্য অনেক টাকা খরচ করেছে। নজরে রয়েছে বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের দিকে, যার বোলিং পারফরম্যান্স দুর্দান্ত ৷ (নিউজিল্যান্ড ব্যাটার) রচিন রবীন্দ্র ব্যাট করতে পারে এবং স্পিন বোলিংও করতে পারে ৷
- প্রশ্ন- কার উপর ফ্র্যাঞ্চাইজিরা বেশি খরচ করতে পারে?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- আইপিএলে অভিজ্ঞতা বেশি প্রয়োজন। ফ্র্যাঞ্চাইজিগুলি সম্ভবত মিচেল স্টার্ক এবং রচিন রবীন্দ্র সম্পর্কে আরও আগ্রহ দেখাতে পারে। অতীতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। (পেসার) হার্ষল প্যাটেল, শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা, দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজিও আকর্ষণীয় জায়গায় রয়েছেন তাই তাঁদের ভালো দর উঠতে পারে ৷
- প্রশ্ন- শাহরুখ খান, কার্তিক ত্যাগীর মতো খেলোয়াড়দের সম্পর্কে আপনি কী ভবিষ্যদ্বাণী করছেন?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- আমি এই সমস্ত তরুণদের খুব ভালোভাবে দেখেছি। ফিনিশারদের ভূমিকা স্পষ্টভাবে বলা উচিত। প্রতিটি দলে সাতজন ভারতীয় এবং চারজন বিদেশি খেলোয়াড় প্রয়োজন। তাই শাহরুখ খান এবং কার্তিক ত্যাগী প্রতিযোগিতায় রয়েছেন এবং তাই ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের প্রতি আকৃষ্ট হতে পারে।
- প্রশ্ন- অধিনায়কত্বের পরিবর্তন দলগুলোর ওপর কী প্রভাব ফেলবে?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- ক্যাপ্টেনদের যথেষ্ট সময় দেওয়া উচিত। সব দল চেন্নাই সুপার কিংসের মতো হবে না। সেখানে মহেন্দ্র সিং ধোনি যে সিদ্ধান্তই নেবেন, সেটাই চূড়ান্ত হবে। অন্য দলে এমনটা হয় না। হার্দিক পান্ডিয়া মুম্বই এসেছে। গতবার মুম্বইয়ে দলের বাজে পারফরম্যান্সের কারণে তার প্রত্যাবর্তন ৷
- প্রশ্ন- চেন্নাই সুপার কিংসে এমএস ধোনির পরে কার অধিনায়ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- রুতুরাজ গায়কওয়াড়ের মতো লোকেদের ভালো সুযোগ আছে। যতদিন ধোনি খেলছেন, ততদিন এমন পরিস্থিতি ছিল যা অন্য বিকল্পের কথাও ভাবা হয়নি।
- প্রশ্ন- গুজরাত টাইটান্সের ক্ষেত্রে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। আমরা কী ভাবতে পারি যে অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলবে?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- আমি মনে করি ব্যাটিংয়ে অধিনায়কত্বের প্রভাব আছে। সব ফরম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সাপোর্ট স্টাফদেরও গিলকে সহায়তা প্রদান করা উচিত। ভারতীয় খেলোয়াড়রা ভবিষ্যতের 'খেলোয়াড়', তাই এখন তাদের মেলে ধরা উচিত ৷
- প্রশ্ন- আরও পার্স নিয়ে ফ্র্যাঞ্চাইজি কীভাবে শক্তিশালী দল গড়তে পারে?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- মূল খেলোয়াড়রা সবাই সাজানো। তারা অলরাউন্ডার চায়। আশা করি ফ্র্যাঞ্চাইজিগুলো অলরাউন্ডারদের প্রতি আরও আগ্রহ দেখাবে। ফাস্ট এবং স্পিন অলরাউন্ডারদের নিয়ে আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিরা সবচেয়ে বেশি চিন্তিত।
- প্রশ্ন- আরও পার্স নিয়ে ফ্র্যাঞ্চাইজি কীভাবে শক্তিশালী দল গড়তে পারে? আইপিএল সম্প্রচারের স্বত্ব প্রথম অর্জিত জিওসিনেমা। দর্শকরা কী ধরনের অভিজ্ঞতা পাবেন?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- সব ভাষায় আইপিএল শোনা যাবে। সরাসরি সম্প্রচারের অভিজ্ঞতা হবে নতুন। দর্শকসংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভক্ত সংখ্যাও বাড়বে এমন সম্ভাবনা রয়েছে।
- প্রশ্ন- আপনি কী অভিজ্ঞতা, হনুমান বিহারী আইপিএল ধারাভাষ্যকার হিসেবে তেলেগু দর্শকদের সঙ্গে শেয়ার করতে চলেছেন?
- উত্তর (ভেঙ্কটপতি রাজু)- আমরা ইতিমধ্যে ধারাভাষ্যে আছি। খেলার সব কন্ডিশন জানি। আমি মাঠে খেলোয়াড়দের দ্বারা পরিচালিত চাপ নিয়ে কথা বলব, টিম কম্বিনেশন নিয়ে কথা বলব। দর্শকের প্রত্যাশা পূরণ করতে দেখব।
আরও পড়ুন: