কলকাতা, 15 অক্টোবর: আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় কলকাতার ক্রিকেটীয় চাহিদায় প্রভাব ফেলেছে। একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে ৷ ইতিমধ্যে, বিশ্বকাপের প্রস্তুতিতে সেজে উঠেছে ক্রিকেটের ‘নন্দনকানন’ ৷ রোহিত শর্মাদের পাশাপাশি ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশরে স্বাগত জানাতে তৈরি কলকাতা ৷ তবে, চলতি বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলার দিন ছাড়া বাকি ম্যাচে গ্যালারি কার্যত মাছি তাড়াচ্ছে ৷ এই অবস্থায় কিছুটা হলেও হাসি ফোটাতে পারে কলকাতা ৷
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ইডেনে যে দেশেরই খেলা হোক না কেন, গ্যালারি ফাঁকা থাকবে না ৷ কারণ, কলকাতার দর্শক ভালো ক্রিকেটের সমর্থক ৷ অতীতেও ভালো ক্রিকেট দেখার টানে মাঠ ভরেছে ৷ 16 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে ৷ সেখানে ভারতের খেলা পড়লে টিকিটের চাহিদা বাড়বে ৷ বাকি ম্যাচে প্রতিদ্বন্দী দুই দেশের নাম সেখানে বড় হবে না ৷ ভারতের খেলা দেখার আগ্রহ তুঙ্গে এবং টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া তা নতুন কথা নয় ৷
বিশ্বকাপের প্রথম বল থেকে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ধারাবাহিক ভালো পারফরম্যান্স সেই চাহিদার পালে বাড়তি হাওয়া দিয়েছে ৷ 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট অনলাইনে এবং সিএবির নথিভুক্ত ক্লাব ও ক্রিকেটারদের কোটাপূরণের পর, কতটা আমজনতার জন্য কাউন্টারে আসবে ? তা বলা কঠিন ৷ তবে, কাউন্টারে টিকিট আসবে না ধরে চলাই ভালো ৷ ওই দিন আবার বিরাট কোহলির জন্মদিন ৷ 28 অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট নিয়ে সেরকম চাহিদা নেই ৷ তবে, 31 অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ এবং 12 নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা ফল্গুনদীর মত বইছে ৷