মুম্বই, 1 জানুয়ারি : নতুন বছরেও ইতি নেই বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিতর্কের ৷ এ বার বিসিসিআই সভাপতির সুরে সুর মেলালেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা (Chetan Sharma on Captaincy Controversy) ৷ দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে চেতন শর্মা জানালেন, টি-20 বিশ্বকাপের আগে বিরাট কোহলিকে সবাই অনুরোধ করেছিল, যাতে তিনি জাতীয় দলের টি-20’র অধিনায়কত্ব না ছাড়েন ৷ এমনকি বিসিসিআই কর্তারাও তাঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, বিরাট সে কথা শোনেননি ৷ ফলে বিরাটের দাবিকে কার্যত মিথ্যে বলেই উল্লেখ করলেন চেতন শর্মা ৷
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে মিথ্যে দাবি করে বিরাট জানান, তাঁকে টি-20 অধিনায়কত্ব না ছাড়ার কথা কেউ বলেননি ৷ এমনকি টেস্ট দল ঘোষণার 90 মিনিট আগে তাঁকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল বলে সাংবাদিক বৈঠকে জানান কোহলি ৷ বিরাটের এই বক্তব্যের জেরে বিসিসিআই ও বিরাটের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব সামনে চলে আসে ৷
তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বিরাটের দাবির ঠিক বিপরীত কথা বলেন চেতন শর্মা ৷ তিনি জানান, ‘‘বৈঠক শুরুর পরেই সবাই অবাক হয়ে যায় ৷ টি-20 বিশ্বকাপ দোরগোড়ায়, আর আপনি এমন কিছু একটা শুনলেন ৷ তার পর আপনার কী প্রতিক্রিয়া হতে পারে ? ওই বৈঠকে উপস্থিত সকলে তাঁকে বলেছিলেন, বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনা করতে (বিরাটের টি-20’র অধিনায়কত্ব ছাড়া নিয়ে) ৷ আর এটা নিয়ে আমরা বিশ্বকাপের পরেও কথা বলতে পারি ৷ তবে, বিরাট তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন ৷’’
আরও পড়ুন : India vs South Africa : চোটের জন্য নেই রোহিত, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের নেতা রাহুল
চেতন আরও বলেন, ভারতীয় ক্রিকেটার স্বার্থে বিরাটকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল (Everyone told Virat Kohli not to quit T20 captaincy) ৷ কিন্তু, বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন বলে সাংবাদিক বৈঠকে জানান জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷ আর এর পরেই একদিনের অধিনায়কত্ব নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় জাতীয় নির্বাচক কমিটি ৷ চেতন জানান, সাদা বলের দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক বিশ্বকাপে প্রভাব ফেলবে বলে মনে হয়েছে তাঁদের ৷