পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ম্যাচ ফি দান জওয়ান পরিবারদের, সেনার টুপি পরে খেলছে কোহলি ব্রিগেড - India

শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ক্যামোফ্লেজ টুপি পড়ে খেলছে ভারত

বিরাট কোহলি

By

Published : Mar 8, 2019, 4:58 PM IST

রাঁচি, ৮ মার্চ : পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ক্যামোফ্লেজ টুপি পড়ে খেলছে ভারত। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ শুরুর আগে দলের খেলোয়াড়দের হাতে ক্যামোফ্লেজ টুপি তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির হাতে টুপি তুলে দেন বিরাট কোহলি।

BCCI-র তরফে টুইট করা হয়, "পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে টিম ইন্ডিয়া আজ ক্যামোফ্লেজ টুপি পড়ে খেলবে। পাশাপাশি আমাদের উদ্দেশ্য, শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশোনার দেখভালের জন্য ন্যাশনাল ডিফেন্স ফান্ডে সাধারণ মানুষ যাতে অর্থ দান করেন সেজন্য উত্সাহিত করা।"

টসের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, "এটা একটি বিশেষ টুপি। আমাদের তরফ থেকে এটা সামরিক বাহিনীর প্রতি শ্রদ্ধার্ঘ্য। আমরা সবাই এই ম্যাচের পুরো ফি শহিদ জওয়ানদের পরিবারের জন্য দান করব। দেশের প্রতিটি মানুষকে একই কাজ করার আর্জি জানাচ্ছি।"

ABOUT THE AUTHOR

...view details