পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সরকার অনুমতি না দিলে পাকিস্তানের বিপক্ষে খেলব না : রাজীব শুক্লা - Pakistan

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর না খেলার কথা বললেন রাজীব শুক্লা

ফাইল ফোটো

By

Published : Feb 18, 2019, 9:33 PM IST

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি জানানো হয়। সে প্রসঙ্গে IPL-র চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, "এখনই বিষয়টি আমরা বলতে পারব না। বিশ্বকাপ অনেক দূরে রয়েছে। আমরা দেখব কী হয়।"

যদিও দু'দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ় খেলার সম্ভাবনা প্রায় নেই বলেই জানান রাজীব শুক্লা। তাঁর কথায়, "আমাদের অবস্থান পরিষ্কার। সরকারের তরফে অনুমতি না পাওয়া গেলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব না। খেলা সবসময় এগুলির (রাজনীতি, সন্ত্রাসবাদ) উপরে থাকা উচিত। কিন্তু, কেউ যদি সন্ত্রাসবাদে মদত দেয় তাহলে তা অবশ্যই খেলার উপর প্রভাব ফেলে।"

বৃহস্পতিবার দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপর গতকাল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)-র সেক্রেটারি সুরেশ বাফনা BCCI-কে আর্জি জানান, জঙ্গি হামলার প্রতিবাদে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলবেন না।

ABOUT THE AUTHOR

...view details