দিল্লি, ২ মার্চ : ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সম্মান জানিয়ে BCCI-র তরফে ভারতীয় জার্সিতে তাঁর নাম দেওয়া একটি ছবি টুইট করা হয়। পোস্ট করা হয়, "আপনি আকাশকে শাসন করেন। আপনি আমাদের হৃদয়ে বিচরণ করেন। আপনার সাহস ও মহানুভবতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।" উইং কমান্ডারের জন্য এক নম্বর জার্সি রেখেছে BCCI।
অভিনন্দন, আপনিই আসল হিরো : সচিন - Virat Kohli
অভিনন্দন বর্তমানকে সম্মান জানালেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা
পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযানের পর বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান। সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান। এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন। কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন। কিন্তু, হাওয়ার গতি বিপরীতমুখী থাকায় তিনি ভারতের দিকে না গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন। সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। অভিনন্দনের রক্তাক্ত মুখের একটি ভিডিয়ো পাক সেনার তরফে প্রকাশ করার পর পাকিস্তানের বিরুদ্ধে জেনেভা কনভেনশন চুক্তিভঙ্গের অভিযোগ তোলে ভারত। অবশ্য বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে।
সেই মোতাবেক ওয়াঘা সীমান্ত দিয়ে গতরাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার। তারপরই তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে টুইট করেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। সচিন পোস্ট করেন, "চারটি অক্ষরের থেকে প্রকৃত হিরোর (Hero)-র গুরুত্ব অনেক বেশি। সাহসিকতা, নিঃস্বার্থতা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে আমাদের হিরো নিজেদের উপর বিশ্বাস রাখার শিক্ষা দিলেন।" উইং কমান্ডারের দেশে ফেরা নিয়ে টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। তিনি পোস্ট করেন, "রিয়েল হিরো। আমি নতমস্তকে আপনাকে প্রণাম জানাচ্ছি। জয় হিন্দ।"