পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

81-তে পা প্রসন্নর, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায় - 81-তে পা এরাপাল্লির, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডাব্লিউভি রমণ প্রথম এরাপল্লি প্রসন্নকে শুভেচ্ছা জানান ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ শুভ জন্মদিন ইএএস প্রসন্ন ৷ আমার দেখা ক্রিকেটের সেরা অফ স্পিনার ৷ তোমার সুস্বাস্থ্য, সুখ কামনা করি ৷’’

এরাপাল্লি প্রসন্ন
এরাপাল্লি প্রসন্ন

By

Published : May 22, 2021, 7:07 PM IST

নয়াদিল্লি, 22 মে : ভারতের স্পিন বোলিংয়ের কিংবদন্তিদের নাম নিতে গেল এরাপাল্লি প্রসন্নের নামটা আসবেই ৷ সেই প্রসন্ন আজ 81 বছরে পা দিলেন ৷ ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে ৷

ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডাব্লিউভি রমণ প্রথম এরাপল্লি প্রসন্নকে শুভেচ্ছা জানান ৷ টুইটে তিনি লেখেন, ‘‘ শুভ জন্মদিন ইএএস প্রসন্ন ৷ আমার দেখা ক্রিকেটের সেরা অফ স্পিনার ৷ তোমার সুস্বাস্থ্য, সুখ কামনা করি ৷’’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও প্রসন্নের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ৷ নিজেদের টুইটার হ্যান্ডেলে আইসিসি-র তরফে লেখা হয়েছে, ‘‘ শুভ জন্মদিন এরাপাল্লি প্রসন্ন... ভারতের অন্যতম সেরা স্পিনার ৷ দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 100 উইকেট তুলে নেওয়ার রেকর্ড 49 বছর ধরে রেখেছিলেন ৷ 2011 সালে সে রেকর্ড ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন ৷’’

ভারতের প্রাক্তন বোলার ডোড্ডা গণেশও প্রসন্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ দেশের হয়ে 4টি টেস্ট ও একটি ওয়ানডে খেলা ডোড্ডা গণেশ লেখেন, ‘‘ স্পিনের অগ্রদূত ও কর্নাটকের প্রথম কিংবদন্তি ক্রিকেটার এরাপাল্লি প্রসন্নকে জন্মদিনের শুভেচ্ছা ৷ শুভ জন্মদিন ইএএস এরাপাল্লি ৷’’

সচিন তেন্ডুলকরের অফিসিয়াল অ্যাপ 100 এমবি টুইটারে লেখে, ‘‘ 1940 সালের আজকের দিনে ভারতের কিংবদন্তি অফস্পিনার এরাপাল্লি প্রসন্ন জন্মগ্রহণ করেন ৷ টেস্টে তাঁর 189 টি উইকেট আছে ৷ 1975-76সালে অকল্যান্ডে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 76 রানে 8 উইকেট তাঁর ক্যারিয়ারে সেরা ৷’’

আরও পড়ুন : ফুটবল রাজপুত্রের মৃত্যুতে নয়া মোড়, খুনের অভিযোগ 7 জনের বিরুদ্ধে

1962 সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এরাপাল্লির ৷ দুই ইনিংসে মাত্র একটি উইকেট নেন তিনি ৷ যদিও ভারত 128 রানে ম্যাচটি জেতে ৷ মোট 49টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন প্রসন্ন ৷ 2.54 ইকোনমি রেখে মোট 189টি উইকেট তুলে নেন ৷ জীবনের শেষ টেস্ট খেলেন পাকিস্তানের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details