কলম্বো, 6 নভেম্বর: ভারতের বিরুদ্ধে 302 রানের বড় হারের খেসারত দিতে হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ৷ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে পুরো বোর্ডকেই বরখাস্ত করেছেন ৷ এশিয়া কাপের ফাইনালের পর গত 2 নভেম্বর মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে 358 রান তাড়া করতে নেমে মাত্র 55 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল ৷ তার জেরেই পুরো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে ৷ চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স সামগ্রিকভাবে খারাপ ৷
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার পিছনে অবশ্য শুধুমাত্র ভারতের বিরুদ্ধে হার একমাত্র কারণ নয় ৷ শোনা যাচ্ছে, বোর্ড সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তারপরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপ করেছেন ৷ শুক্রবার রণসিংহে একটি বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের সমালোচনা করেন এবং বোর্ডের সদস্যদের পদত্যাগ করার পরামর্শ দেন ৷ তাঁর সেই বক্তব্যে সহমত পোষণ করেন শ্রীলঙ্কার ক্রিকেট অনুরাগীরা ৷ গত শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় ক্রিকেট সমর্থকরা ৷