এজবাস্টন, 10 জুন : আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আরও একটি পালক জুড়ল ইংল্যান্ডের অভিজ্ঞ মিডিয়াম পেসার জেমস অ্যান্ডারসনের (James Anderson) ৷ ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার হলেন তিনি ৷ আজ এজবাস্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ক্রিকেট কেরিয়ারের 162 তম ম্যাচ খেলতে নেমেছেন জিমি ৷ সেই সঙ্গে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্যর অ্যালিস্টার কুকের 161 টেস্ট খেলার রেকর্ড ভেঙে দিলেন তিনি ৷
এই তালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের আরেক সেরা টেস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ৷ তিনি 147 টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে ৷ চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার অ্যালেস স্টেওয়ার্ট ৷ তিনি 133 টেস্ট খেলেছেন ৷ তবে, জেমস অ্যান্ডারসন (James Anderson) ইংল্যান্ডের হয়ে শুধুমাত্র সর্বাধিক টেস্ট ম্যাচ খেলেননি ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট উইকেটও নিয়েছেন তিনি ৷ মোট 616টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি ৷ তার পিছনে থাকা স্টুয়ার্ট ব্রড 98 উইকেট পিছনে রয়েছেন ৷ তাঁর সংগ্রহ 518 উইকেট ৷