কলকাতা, 11 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আজ পাকিস্তানের সামনে ইংল্যান্ড ৷ ম্যাচের আগে সেমিফাইনালের ওঠার এক অবাস্তব পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ছিল পাকিস্তান ৷ কিন্তু, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে ব্যাটিং নিতেই সব অংকের হিসেব কার্যত শেষ ৷ ইডেনের শুকনো উইকেটে টস জিতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তোলাই লক্ষ্য ইংল্যান্ডের ৷ দ্বিতীয় ইনিংসে ইডেনের পিচ আরও ভাঙতে পারে ৷ এমনটাই মনে করছেন দুই দলের অধিনায়ক ৷ তাই টসের পর বাবর আজম জানিয়ে গেলেন, তিনিও টস জিতে ব্যাটিং করতে চেয়েছিলেন ৷
উল্লেখ্য, এই ম্যাচে আগে ব্যাট করলে বাবরদের স্কোর বোর্ডে 400 বা তার বেশি রান তোলার জন্য ঝাঁপাতে হত ৷ কারণ, ইংল্যান্ডকে অন্তত 287 রানের ব্যবধানে হারালেই বিশ্বকাপের শেষ চারে জায়গা করতে পারতেন বাবররা ৷ আর টস হেরে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে সেমিফাইনালে যাওযার যে পরিসংখ্যান রয়েছে তা সমস্ত বিচারেই অবাস্তব ৷ ইংল্যান্ড দল যে রান করবে প্রথমে ব্যাট করে, তা মাত্র 2 ওভার 4 বলে করে ফেলতে হবে পাকিস্তানকে ৷ ক্রিকেটের হিসেবে তা কখনই সম্ভব নয় ৷ তাই পাকিস্তানের বিশ্বকাপ যে রাউন্ড-রবিন লিগেই শেষ হয়ে গেলে তা নিয়ে আর কোনও সংশয় নেই ৷ তাই সেমিফাইনালের আলোচনা দূরে সরিয়ে পাকিস্তানের লক্ষ্য ইতিবাচকভাবে বিশ্বকাপের যাত্রা শেষ করা ৷