পুনে, 8 নভেম্বর:মঙ্গলবার সন্ধ্যায় অতিমানবীয় ইনিংস খেলে আফগানিস্তানের স্বপ্নের দৌড় থামিয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ পায়ে এবং কোমরে চোট নিয়ে তাঁর ম্যাচ জেতানো লড়াইয়ের স্মৃতি আরও অনেকদিন থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের মনে ৷ মঙ্গলবার এই অজি অলরাউন্ডারের রূপকথা লেখার পর কেটে গিয়েছে প্রায় 12 ঘণ্টার বেশি ৷ বুধবার ওয়াংখেড়ে থেকে ঠিক 148 কিমি দূরে আরেক ইংরেজ অলরাউন্ডার লিখলেন ব্যাটিংয়ের সংজ্ঞা ৷ আরিয়ান দত্ত, বাস ডি লিডরা ইংরেজ আক্রমণ সামলাতে হিমশিম খাবেন এটাই তো স্বাভাবিক ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস প্রমাণ করেছে তাঁদের হালকাভাবে নিলেই গুনতে হবে মাশুল ৷ সেই ভুল ইংল্যান্ড কিন্তু করেনি ৷
বরং ডেভিড মালান, বেন স্টোকসের কার্যকরী ব্যাটিংয়ে বেশ কঠিন লক্ষ্যমাত্রা তৈরি করতে সফল তারা ৷ বলতে হবে ক্রিস ওকস ৷ শেষ বেলায় মারকুটে অর্ধশতরান উপহার দেন এই অলরাউন্ডারও ৷ যার জেরে হ্যারি ব্রুক, জস বাটলার, মঈন আলিদের ব্যর্থতা আর ততটা চোখে পড়েনি ৷ মালান করেন 74 বলে 87 রান ৷