বার্মিংহাম, 5 জুলাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনদিন এগিয়ে থেকেও, চতুর্থদিনের শেষে ব্যাকফুটে ভারত (India is in Back Foot on End of Day 4) ৷ চতুর্থদিনে 378 রান তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 259 রান তুলে নিয়েছে ব্রিটিশরা ৷ বার্মিংহাম টেস্টের (England vs India 5th Test) পঞ্চমদিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার 119 রান ৷ ক্রিজে রয়েছেন জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ রুট 76 রান এবং বেয়ারস্টো 72 রানে অপরাজিত রয়েছেন ৷ ভারতের হয়ে 2 টি উইকেট নিয়েছেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷
চতুর্থদিনের প্রথম সেশনে চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ভারতের দ্বিতীয় ইনিংস এগিয়ে নিয়ে যেতে শুরু করেন ৷ কিন্তু, পূজারা 66 রানে আউট হতেই ভারতীয় ইনিংসে ধস নামে ৷ এই ম্যাচের সহ-অধিনায়ক ঋষভ অর্ধ শতরান করলেও, প্রথম ইনিংসে শতরান করা জাদেজা মাত্র 23 রানেই ক্রিজ ছাড়েন ৷ প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ার ৷ তিনি 19 রানে ম্যাটি পটসের বলে আউট হন ৷ দ্বিতীয় ইনিংসে ভারত 245 রানে অল আউট হয়ে যায় ৷ ফলে প্রথম ইনিংসে 132 রানে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ডের সামনে 378 রানের টার্গেট দেয় বুমরা বাহিনী ৷
তবে, রান তাড়া করতে নেমে শুরু থেকেই প্রতি আক্রমণে যান দুই ব্রিটিশ ওপেনার ৷ প্রথম উইকেটে 107 রানের পার্টনারশিপ করেন অ্যালেক্স লিস (59) এবং জ্যাক ক্রলি (46) ৷ ক্রলি বুমার বলে আউট হওয়ার পর ভারত ম্যাচে ফিরেও আসে ৷ চা বিরতির পরেই ওলি পোপকে শূন্যতে প্যাভিলিয়নে ফেরান বুমরা ৷ অন্যদিকে, মহম্মদ শামি এবং জাদেজার যুগলবন্দিতে রান আউট হন অ্যালেক্স লিস ৷