নয়াদিল্লি, 15 অক্টোবক: বিশ্বকাপের তৃতীয় ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৷ ভারত বনাম আফগানিস্তানে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা অনেক সহজ হয়েছিল দিল্লির পিচে ৷ সেই যুক্তিতেই এ দিন আগে বল করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক ৷ অন্যদিকে, আজ ওয়ান-ডে ক্রিকেটে 150 তম ম্যাচ খেলতে নামছেন প্রাক্তন আফগান অধিনায়ক মহম্মদ নবি ৷ আফগানিস্তান দলে একটি বদল করা হয়েছে ৷ ইংল্যান্ড তাদের উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রেখেই খেলতে নেমেছে ৷
দিল্লির ব্যাটিং সহায়ক পিচে আজ আফগানিস্তানের সামনে জস বাটলারের ইংল্যান্ড ৷ টুর্নামেন্টে আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে দুই দল ৷ যেখানে থ্রি-লায়ন্স ব্রিগেড 2টি ম্যাচের একটি জিতেছে এবং একটি হেরেছে ৷ সেখানে প্রথম দু’টি ম্যাচ হেরে আজ ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিংয়ের মুখোমুখি হবেন রশিদ খানরা ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের সামনে 272 রান করলেও কোনও লড়াই দিতে পারেনি আফগান বোলাররা ৷ মাত্র 35 ওভারে সেই রান তাড়া করে জিতেছিল ভারত ৷
এবার হসমাতুল্লাহ শাহিদির দলের সামনে টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী ব্যাটিং লাইন-আপ ৷ আর দিল্লির ব্যাটিং পিচে ব্রিটিশ ব্যাটাররা যে আরও ভয়ংকর হয়ে উঠবেন, তা বলাই যায় ৷ বিশেষত, ডেভিড মালান এবং জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি ৷ দুই ব্যাটার এই টুর্নামেন্টে ফর্মে রয়েছেন ৷ মালান বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরিও করেছেন ৷ আর সেখানেই ভারতের বিরুদ্ধে একমাত্র রশিদ খান ছাড়া আফগানিস্তানের কোনও বোলারকেই ছন্দে দেখায়নি ৷ ফলে মুজিব-উর-রহমান, নবীন-উল-হক,ফজলহক ফারুকিদের সামনে বিধ্বংসী ইংলিশ ব্যাটিংয়ের চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে ৷
আরও পড়ুন:'ভারতের প্রবল জনসমর্থনের কাছেই হার', পরাজয়ের পর হতাশা গোপন করলেন না পাক কোচ
সেখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রিস টপলেকে প্রথম একাদশে রাখেননি জস বাটলার ৷ সেই ভুল বাংলাদেশের বিরুদ্ধে করেননি তিনি ৷ বাঁ-হাতি মিডিয়াম পেসাররা প্রথম একাদশে ফেরাতেই নিজের কামাল দেখিয়েছেন তিনি ৷ 10 ওভারে 43 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ তাই ছন্দে থাকা টপলে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফের জ্বলে উঠবেন বলেই মনে করা হচ্ছে ৷ সঙ্গে ক্রিস ওকস এবং মার্ক উডের পেস বোলিং ৷ তবে, দিল্লির উইকেটে স্পিনাররা কখনই সেভাবে সফল হননি এই বিশ্বকাপে ৷ তবে, আদিল রাশিদ রিস্ট স্পিনার হওয়ায় তিনি কিছুটা হলেও সাহায্য পেতে পারেন রশিদ খানের মতোই ৷