পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: গুরবাজের বিস্ফোরক ইনিংসে সঙ্গ দিল লোয়ার-অর্ডার, 'থ্রি-লায়ন্স'কে 285 রানের টার্গেট আফগানদের - Afghanistan Shows Fighting Spirit Against England

Afghanistan Shows Fighting Spirit Against England Bowling in Cricket World Cup: ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন-আপের সামনে লড়াকু মানসিকতা দেখাল আফগানিস্তান ৷ টপ-অর্ডারে রহমানুল্লাহ গুরবাজ এবং লোয়ার-অর্ডারে ইকরাম আলিখিল, রাশিদ খানরা লড়াই করলেন ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 5:58 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: বিনা উইকেটে 114 রান থেকে 284 রানে অল-আউট আফগানিস্তান ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেও তিনশো রানের গণ্ডি পার করতে পারল না আফগানরা ৷ তবে, আফগান লোয়ার-অর্ডারের লড়াই ছিল প্রশংসনীয় ৷ আজকের ম্যাচে আফগানদের হয়ে একমাত্র সফল ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ৷ তাঁর 57 বলে 80 রানের আক্রমণাত্মক ইনিংস একদিকে রাখলে, রবিবার মিডল-অর্ডারের কোনও ব্যাটারই সফল হতে পারলেন না ৷ সেখানেই ইংল্যান্ড পেসাররা এ দিন দিল্লির পিচে তেমন সুবিধা করতে পারলেন না ৷ বরং স্পিনারদের দাপট দেখা গেল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷

এ দিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৷ মূলত, শেষ দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখেই এই সিদ্ধান্ত ৷ তবে, আফগানদের ইনিংসের শুরুতে তা বুমেরাং হয়ে দেখা দিয়েছিল ৷ সৌজন্য রহমানুল্লাহ গুরবাজ ৷ তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে একটা সময় সাড়ে ছয় রান প্রতি ওভার তুলছিল আফগানিস্তান ৷ কিন্তু, 17 ওভারে ইব্রাহিম জারদান 28 রানে ফিরতেই ধস নামে আফগানদের ইনিংসে ৷ তাঁর এক ওভার পরেই রহমত শাহ মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ৷

কিন্তু, সমস্যা হয় ওই ওভারেই গুরবাজ রান-আউট হওয়ার পর ৷ অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদির কলে এক রান নিতে গিয়ে স্ট্রাইকার এন্ডে আউট হন তিনি ৷ যদিও, সেখানে কোনও রানই ছিল না ৷ সত্যি বলতে অধিনায়কের উপর বিশ্বাস রেখে ক্রিজ ছাড়ার ফল গুরবাজ এবং পুরো আফগানিস্তান দলকে দিতে হয়েছে ৷ ফলে নিশ্চিত সেঞ্চুরি মাঠেই ফেলে আসতে হয় তাঁকে ৷ মাঠ ছেড়ে বেরনোর সময় রান-আউট হওয়ার রাগ বাউন্ডারির স্কার্টিংয়ে উপর গিয়ে পড়ে ৷ এমনকি চেয়ারে ব্যাট দিয়ে বারি মারতে দেখা যায় তাঁকে ৷

আরও পড়ুন:তাঁকে খেলতে কেন ব্যর্থ হলেন পাক ব্যাটাররা, খোলসা করলেন কুলদীপ

মিডল-অর্ডারে এর পর কোনও ব্যাটারই রান পাননি ৷ লোয়ার-অর্ডারে নামা ইকরাম আলিখিল এ দিন 58 রান করেন ৷ তাঁর সঙ্গে রাশিদ খান 22 বলে 23 রান করেন ৷ 9 নম্বরে নেমে মুজিব আক্রমণাত্মক ব্যাট করেন ৷ লোয়ার-অর্ডারের ব্যাটিংয়ে ভর করে আফগানরা তিনশোর কাছাকাছি পৌঁছতে পেরেছে ৷ উল্লেখ্য, অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে স্পিনারদের জন্য কোনও সাহায্যই ছিল না ৷ কিন্তু, আজ সেই পিচেই স্পিনের ভেলকি দেখালেন আদিল রাশিদ এবং লিয়াম লিভিংস্টন ৷ এমনকি জো রুটও 4 ওভার হাত ঘুরিয়ে গেলেন ৷

আরও পড়ুন:দিল্লিতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ বাটলারের

তবে, ইংল্যান্ড পেসাররা এ দিন একেবারেই সুবিধে করতে পারেননি ৷ ক্রিস ওকস, স্যাম কারান দশের উপরে প্রতি ওভার রান দিয়েছেন ৷ মার্ক উড উইকেট পেলেও, রান আটকাতে পারেননি ৷ গত ম্যাচে 4 উইকেট নেওয়া রিস টপলি এ দিন কোনও উইকেট পাননি ৷ আদিল রাশিদ 10 ওভারে একটি মেডেন-সহ 42 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ লিভিংস্টন 10 ওভারে 33 রান দিয়ে 1টি উইকেট নেন ৷ একটি উইকেট পেয়েছেন জো রুট ৷ দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যা না করলে অরুণ জেটলি স্টেডিয়ামে রাশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবিদের স্পিন বোলিং ইংল্যান্ডকে সমস্যায় ফেলতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details