আমেদাবাদ, 26 ফেব্রুয়ারি : ‘‘ভারতের ইংল্যান্ড সফরে আমরা ভালো উইকেট তৈরি করব ৷’’ এই ভাষাতেই ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ মাত্র দুই দিনেই শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম দিন রাতের টেস্ট ৷ আর তারপরই বিভিন্ন মহলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা শুরু হয় ৷ ক্ষোভ প্রকাশ করেন ব্রিটিশ অধিনায়কও ৷ তবে তিনি জানিয়ে দেন, অগস্ট মাসে ভারতের ইংল্যান্ড সফরে সবুজ উইকেট থাকবে না ভারতীয়দের জন্য ৷ পরিবর্তে স্পোর্টিং উইকেট করার কথা রুটের মুখে ৷
তৃতীয় টেস্টের পর রুট বলেন, ‘‘ আমরা সত্যিই ভালো উইকেট তৈরি করব ৷ যদি আমরা একটি ভালো দল তৈরি করতে চাই, পৃথিবীর যে কোনও প্রান্তে ভালো ফলাফল করতে হলে, আমাদের সব জায়গায় বড় রান করা শিখতে হবে ৷ আমাদের ভালো পিচে বোলিং করাও শিখতে হবে ও 20টি উইকেট তোলার ক্ষমতা থাকতে হবে ৷ আমার মনে হয় এভাবেই একটা ভালো দল তৈরি হয় ৷’’
যদিও নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশ ব্যাটসম্যানদের স্পিনের বিরুদ্ধে কঙ্কালসার চেহারাটা ফের বাইরে এসেছে ৷ প্রথম টেস্টে দ্বিশতরান করা রুটও এই ম্যাচে ব্যাট হতে কিছুই করতে পারনেনি ৷ যদিও বল হাতে 5টি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷