পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ডে ভারতের জন্য ভালো পিচ অপেক্ষা করছে, হুঁশিয়ারি রুটের - নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশ ব্যাটসম্যানদের স্পিনের বিরুদ্ধে কঙ্কারসার চেহারাটা ফের বাইরে এসেছে ৷ প্রথম টেস্টে দ্বিশতরান করা রুটও এই ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারনেনি ৷ যদিও বল হাতে 5টি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷

Joe Root
Joe Root

By

Published : Feb 26, 2021, 7:42 PM IST

আমেদাবাদ, 26 ফেব্রুয়ারি : ‘‘ভারতের ইংল্যান্ড সফরে আমরা ভালো উইকেট তৈরি করব ৷’’ এই ভাষাতেই ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ মাত্র দুই দিনেই শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম দিন রাতের টেস্ট ৷ আর তারপরই বিভিন্ন মহলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা শুরু হয় ৷ ক্ষোভ প্রকাশ করেন ব্রিটিশ অধিনায়কও ৷ তবে তিনি জানিয়ে দেন, অগস্ট মাসে ভারতের ইংল্যান্ড সফরে সবুজ উইকেট থাকবে না ভারতীয়দের জন্য ৷ পরিবর্তে স্পোর্টিং উইকেট করার কথা রুটের মুখে ৷

তৃতীয় টেস্টের পর রুট বলেন, ‘‘ আমরা সত্যিই ভালো উইকেট তৈরি করব ৷ যদি আমরা একটি ভালো দল তৈরি করতে চাই, পৃথিবীর যে কোনও প্রান্তে ভালো ফলাফল করতে হলে, আমাদের সব জায়গায় বড় রান করা শিখতে হবে ৷ আমাদের ভালো পিচে বোলিং করাও শিখতে হবে ও 20টি উইকেট তোলার ক্ষমতা থাকতে হবে ৷ আমার মনে হয় এভাবেই একটা ভালো দল তৈরি হয় ৷’’

যদিও নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশ ব্যাটসম্যানদের স্পিনের বিরুদ্ধে কঙ্কালসার চেহারাটা ফের বাইরে এসেছে ৷ প্রথম টেস্টে দ্বিশতরান করা রুটও এই ম্যাচে ব্যাট হতে কিছুই করতে পারনেনি ৷ যদিও বল হাতে 5টি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷

ইংল্যান্ড ব্যাটসম্যানদের ফুট ওয়ার্কের বেহাল দশাও দেখা গেছে মোতেরায় ৷ অনেক বিশেষজ্ঞই পিচের পরিবর্তে ইংল্যান্ড ক্রিকেটারদের খারাপ ফুটওয়ার্কের কথা উল্লেখ করেছেন ৷ পরের টেস্টেও যদি ইংল্যান্ডকে জিতে সিরিজ়ে সমতা ফেরাতে হয়, তাহলে ভারতীয় স্পিনারদের সামলানোর মতো ফুট ওয়ার্ক তাঁদের দেখাতেই হবে ৷

আরও পড়ুন : দ্রুততম 400 টেস্ট উইকেটের তালিকায় তিন ভারতীয়, জানুন কারা

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও রুটদের সমালোচনা করেছেন ৷ তিনিও পিচ নয়, ভারতের স্পিনারদের খেলার মতো মানসিকতা তৈরি করার কথা বলেছেন ৷ প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেল আবার ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ইংল্যান্ডের রোটেশন পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন ৷

টেস্ট চ্যাম্পিয়ানশিপ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে ইংল্যান্ড ৷ তবে তারা যদি শেষ টেস্টে জয় তুলে নিয়ে সিরিজ়ে সমতা ফেরাতে পারে তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে ভারতও ৷ তখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details