আমেদাবাদ, 20 মার্চ : টেস্টের পর টি-20 সিরিজ়ও নিজেদের দখলে নিল ভারতীয় ক্রিকেট দল ৷ আজ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ়ের পঞ্চম তথা নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডকে 36 রানে হারাল কোহলি ব্রিগেড ৷ 188 রানে শেষ হল ইংল্যান্ডের ইনিংস ৷ পাঁচ ম্যাচের সিরিজ় 3-2 ব্যবাধানে জিতল মেন ইন ব্লুরা ৷
যদিও ভারতের পাহাড় প্রমাণ রানের সামনে ভেঙে না পড়ে ভাল ব্যাটিং করলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরাও ৷ ইনিংসের শুরুতেই জেসন রয়ের উইকেট হারায় ব্রিটিশরা ৷ তবে তারপর 130 রানের পার্টনারশিপ গড়েন ডেভিড মালান ও জস বাটলার ৷ 34 বলে 52 রানের ইনিংস খেলেন বাটলার ৷ অন্যদিকে মালান করেন রান ৷
যদিও সিরিজ়ে নির্ণায়ক ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করতে নামে ভারত ৷ ওপেনিং জুটিতে পরিবর্তন করে রোহিতের সঙ্গে নামেন বিরাট ৷ দুজনেই অর্ধশতরান করেন ৷ 34 বলে 64 রানের ইনিংস খেলে আউট হন হিটম্যান রোহিত শর্মা ৷ তবে অন্য প্রান্তে 52 বলে 80 রানের অপরজিত ইনিংস খেলেন অধিনায়ক ৷ আর ইনিংসের শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার ৷ এই সময় ইংলিশ বোলারদের কার্যত দিশাহারা দেখায় ৷